• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

না খেলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৭:৪৭

না খেলেও র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

অনলাইন ডেস্ক : সেপ্টেম্বরে প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৮৬। এক মাস পর প্রকাশিত অক্টোবরের র‌্যাঙ্কিংয়ে লাল-সবুজের প্রতিনিধিরা এক ধাপ এগিয়ে ১৮৫ নম্বরে অবস্থান করছে। যদিও এই মাসে তাদের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিল না।

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

এর আগে সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশ ভুটানে দুই ম্যাচ খেলেছিল। দুই ম্যাচের একটিতে জয় আরেকটিতে হারে জামাল ভূঁইয়ার দল। যার প্রভাব পড়ে র‌্যাঙ্কিংয়েও। ১৮৪ থেকে দুই ধাপ পিছিয়ে ১৮৬–তে নেমে যায়। বাংলাদেশের মতো সেপ্টেম্বরে দুই ধাপ পেছায় ভুটানও।

আরও পড়ুনঃ  ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা

বাংলাদেশ অক্টোবর উইন্ডোতে ম্যাচ খেলেনি। এই উইন্ডোতে না খেলেও একধাপ এগিয়েছে তারা। নভেম্বর উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে জাামল-বিশ্বনাথদের দুটি হোম ম্যাচ খেলার কথা রয়েছে। ৯ ডিসেম্বর এশিয়ান কাপ বাছাইয়ের ড্র। ২০২৫ সালের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675