• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাঁপাইয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১৫

প্রকাশ: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ ৭:৩২

চাঁপাইয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা, গ্রেপ্তার ১৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৮০-৮৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার রশিকনগর গ্রামের সাবেক উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হকের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় সাতটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিবগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম, কনস্টেবল আবদুল বারি, নজরুল ইসলাম ও মাহফুজ হক আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

গ্রেপ্তারকৃতরা হলেন সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সেন্টু, মাইনুল ইসলাম মুকুল, আনারুল ইসলাম, কামাল উদ্দীন, তারিফুল ইসলাম, সাইরন ইসলাম, তাজেরুল ইসলাম, হারুন অর-রশিদ, মবিনুল ইসলাম ও শরিফুল ইসলাম। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হক বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের নেতাদের নিয়ে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিষয়টি জানানোর জন্য ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদের মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি। পরে থানার গোয়েন্দা (ডিএসবি) সদস্যদের জানানো হয়। তাঁদের সামনেই আমাদের সভা চলছিল। পরে মাগরিবের নামাজের বিরতির সময় হঠাৎ গিয়ে সভা ভেঙে দেয় থানার পুলিশ।’

আরও পড়ুনঃ  টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : মহাসড়ক অবরোধ

সাবেক সভাপতি আরও বলেন, ‘পুলিশ সদস্যদের ওপর হামলা ও ককটেল উদ্ধারের ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত নয়। আমি এখনো পুলিশের আতঙ্কে আত্মগোপনে রয়েছি।’

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, বিএনপির নেতা-কর্মীরা অনুমতি ছাড়ায় গোপনে সভার আয়োজন করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে দায়িত্ব পালন করতে গেলে তাঁরা হামলা চালান। এ সময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৬

ওসি আরও জানান, হামলার পর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে নাশকতার উদ্দেশ্যে রাখা সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সিহাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675