• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বড় হারের পর বরখাস্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের কোচ

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৬:৫৭

বড় হারের পর বরখাস্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের কোচ

অনলাইন ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের লিগ-২ এ নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র। তারা মাত্র ১৪৪ রানে গুটিয়ে যাওয়ার পর স্কটিশরা ১০ উইকেটে জিতেছে। এই হারের পর বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা তাৎক্ষণিকভাবে নিজেদের প্রধান কোচ স্টুয়ার্ট ল–কে বরখাস্ত করতে যাচ্ছে। এই তথ্য জানিয়েছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

গতকাল (শুক্রবার) লিগ–২ এর ম্যাচটি অনুষ্ঠিত হয়। যেখানে তিক্ত ফলাফলের পরই মাত্র সাত মাস আগে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়া স্টুয়ার্ট ল পদ হারাতে যাচ্ছেন। তবে ম্যাচ হারই কেবল নেপথ্য কারণ নয়, সাবেক এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দল পরিচালনায় বেশ কয়েকটি অভিযোগ ছিল। এর মধ্যে রয়েছে– ক্রিকেটারদের মাঝে বৈষম্য, অবিশ্বাস ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ ৭-৮ জন সিনিয়র ক্রিকেটারের প্রতি স্বজনপ্রীতি।

আরও পড়ুনঃ  সারাদেশ থেকে স্পিনার খুঁজতে যাচ্ছে বিসিবি

ক্রিকেটার ও কোচের এই বিরূপ সম্পর্কের বিষয়টি আলোচনায় আসে নেদারল্যান্ডস সফরে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা যুক্তরাষ্ট্র ওই টুর্নামেন্টের পর প্রথম ডাচ সফরে যায়। সেই উদ্বেগ শুরুতেই উপড়ে ফেলতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড। সেলক্ষ্যে নামিবিয়ায় তাদের সাম্প্রতিক সফর চলাকালে ল–র বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্তও চালানো হয়।

আরও পড়ুনঃ  প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

৫৬ বছর বয়সী স্টুয়ার্ট ল অস্ট্রেলিয়ার ক্রিকেটার হিসেবে অবসরে যান ২০০৯ সালে। যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার আগে তিনি শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশে জাতীয় দলসহ বিভিন্ন পর্যায়ে কোচিং করিয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের প্রধান কোচ হন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে। কানাডার বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় দিয়ে এসাইনমেন্ট শুরু হয় স্টুয়ার্ট ল’র। এরপর বাংলাদেশকে সিরিজ হারিয়ে তার দল বিশ্বকাপের অভিষেক আসরেই সুপার এইটে ওঠে।

আরও পড়ুনঃ  ‘এক হাজার বছরেও ভারতের ফুটবলে উন্নতি হবে না’

তবে বিশ্বকাপে শুরু হওয়া যুক্তরাষ্ট্রের সেই স্বপ্নের যাত্রায় ধাক্কা লাগতে শুরু করে নেপাল সিরিজে। যেখানে তারা হোয়াইটওয়াশ হয়েছে। এরপর গতকাল স্কটিশদের কাছে ওয়ানডে ম্যাচ হেরেছে ১০ উইকেটে।

স্টুয়ার্ট ল’র বিদায়ে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন কোচ হতে পারেন সহকারী কোচ ভিনসেন্ট বিনয় কুমার। এ ছাড়া তাদের সাবেক অফস্পিনার উসমান রফিক হচ্ছেন সহকারী কোচ। চলমান বিশ্বকাপ বাছাই লিগ-২ এ নেপাল-স্কটল্যান্ডের বিপক্ষে বাকি ৩ ওয়ানডেতে তারা দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675