• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বন্ধুত্বের সংজ্ঞা কী? জানালেন সাফা কবির

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৭:১৮

বন্ধুত্বের সংজ্ঞা কী? জানালেন সাফা কবির

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির। আশফাক বিপুলের এয়ারটেলের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে নাটকের পাশাপাশি বিভিন্ন ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা কবির বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। যেখানে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় বন্ধুর সম্পর্কটা একটা মানুষের সাথে আরেকটা মানুষের হয়ে থাকে। কিছু যায় আসে না, সে মিডিয়ার হোক বা এর বাইরের।’

আরও পড়ুনঃ  পরীমণির হাতে ‘এস’, ভক্তরা বলছেন- ‘শেখ সাদী’

অভিনেত্রী জানান, অনেকেই দাবি করে মিডিয়ায় মানুষের বন্ধু হয় না, তার কাছে এসব কথা ভুয়া মনে হয়।

বন্ধুদের মাঝে সবাই আন্তরিক উল্লেখ করে সাফা বলেন, ‘আমার বন্ধুগুলোর মধ্যে একটা জিনিস খুব ভালো লাগে তারা সবাই একজন আরেকজনের প্রতি খুব বেশি আন্তরিক। আরেকটা জিনিস দেখেছি কারও যদি বিপদ হয় তাহলে সবাই ছুটে যায়। এ ব্যাপারটা খুব ভালো লাগে।’

আরও পড়ুনঃ  বিতর্কের মাঝে গুরুতর অভিযোগ নেহার বিরুদ্ধে

বন্ধুদের বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রীর ভাষ্য, ‘সিয়ামকে সব সময় মনে হয় সে হচ্ছে উপদেশদাতা, খুব ভালো উপদেশ দিতে পারে। জোভান একজন মজাদার মানুষ যদি মন খারাপ থাকে ওর কাছে গেলে ও দুইটা কথা বলবে আর আমি হাসবো।’

আরও পড়ুনঃ  ‘বরবাদ’ তুফানকে ছাড়িয়ে গেছে : চয়নিকা

এরপর টয়াকে নিয়ে সাফা বলেন, ‘সে সব সময় আমার সঙ্গে থাকে আমি যদি এদিক ওদিকে তাকায় টয়াকে দেখতে পায়। শাওন ও তাওসিফ খুব মজার মিম করতে পরে। আমাদের বন্ধুদের মাঝে সবাই ফানি।’

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নিখোঁজ অনন্যা স্বামীকে নিয়ে ফিরে এলো বাড়িতে
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675