• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিরাজগঞ্জের সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৭:৫৮

সিরাজগঞ্জের সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর হোসেন আলীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (২৫ অক্টোবর) ঢাকার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত হোসেন আলী সিরাজগঞ্জ পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার শিল্পী কুদ্দুসের ছেলে এবং সিরাজগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলে চক কোবদাসপাড়া গ্রামে হোসেন আলীর অফিস সংলগ্নস্থানে দেশীয় অস্ত্র নিয়ে হোসেন আলীসহ ৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জন পূর্ব শত্রুতার জের ধরে এইক গ্রামের মো. আমির হোসেনের ছেলে মো. মেরাজকে (১৮) হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে মিরাজদের বাড়িতে হামলা চালিয়ে প্রায় দুই লাখ টাকার আসবাবপত্রের ক্ষতি করে এবং তাদের ওয়্যারড্রপে থাকা নগদ তিন লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় মিরাজের মা শিল্পী খাতুন তার ছেলের চিৎকারে এগিয়ে এসে আসামিদের বাধা দিলে আসামিরা তাকেও মারপিট করে তার শ্লীলতাহানী করে এবং তার গলায় থাকা স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। পরে মিরাজের মা শিল্পী খাতুন সাবেক কমিশনার হোসেন আলীসহ ৮ জনের নামে সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  বৈষম্যহীনভাবে সামর্থ্য অনুসারে কর নির্ধারণ করতে হবে-এনবিআর চেয়ারম্যান

এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) রাতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২ সদর কোম্পানি, র‌্যাব-২, সিপিসি-১ ও মোহাম্মদপুরের একটি অভিযানিক দল ঢাকার শেরে বাংলা নগর থানার রাজধানী উচ্চ বিদ্যালয় এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে সাবেক কমিশনার হোসেন আলীকে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে মাদকবিরোধী সমাবেশ শেষে হামলা, গুরুতর আহত ১

এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করায় মামলার প্রধান আসামি সাবেক কাউন্সিলর হোসেন আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসেন আলী বিগত সময়ে সাবেক এমপির প্রধান ক্যাডার হয়ে ক্ষমতার অপব্যবহার করে সিরাজগঞ্জ পৌরসভা এলাকায় অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

এছাড়া গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ সদরে আন্দোলনরত ছাত্র জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর কথাও স্বীকার করে। যার ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
বিপিজেএ রাজশাহী শাখার ২৬ তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675