• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজনৈতিক দলগুলো একমত হলে কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে রাখতে পারবে না: সারজিস

প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪ ৮:৫০

রাজনৈতিক দলগুলো একমত হলে কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে রাখতে পারবে না: সারজিস

স্টাফ রিপোর্টার : রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, বাংলাদেশের কোনো অপশক্তি রাষ্ট্রপতিকে ওই পদে বসিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

আজ শনিবার রংপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর মহানগর পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘দুই দিন ধরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আজকেও আমাদের কয়েকজন সদস্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত সময়ের মধ্যে সব রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টদের একজন দোসর, যিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আছেন, তাঁকে অপসারণের মাধ্যমে পুরো দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এমন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষকে আমরা সেখানে বসাব। যিনি ’২৪-এর অভ্যুত্থানের স্পিডকে ধারণ করেন, বাংলাদেশকে আমরা যে জায়গায় ধারণ করি, সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবেন।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সারজিস আলম আরও বলেন, ‘রাষ্ট্রপতি যে কথা বলেছেন, বাংলাদেশের জনমানুষ যাঁরা গণ-অভ্যুত্থান ঘটিয়েছেন, তাঁরা কোনো দিন শুনতে চান না। এই কথা শুনে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা মনে করি, ফ্যাসিস্টদের কোনো দোসর বাংলাদেশে কোনো নির্দিষ্ট জায়গায় দায়িত্ব পালনের অধিকার নেই।’

আরও পড়ুনঃ  দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তিনি তাঁর ওই কথার মাধ্যমে সকল অধিকার আগেও হারিয়েছিলেন, এখন সেটি তিনি আবার প্রমাণ করেছেন। আমরা সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেব। রাজনৈতিক দলগুলো যদি একমত হয়, কোনো অপশক্তি তাঁকে ওই পদে (রাষ্ট্রপতি) বসিয়ে রাখতে পারবে না।’

আরও পড়ুনঃ  সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবক নিহত

পুলিশকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘যে সকল পুলিশ সদস্য অন্যায় ও অপকর্মের সঙ্গে যুক্ত, তাঁরা যেভাবে আন্দোলনে আমার ভাইকে হত্যা করেছে, তাঁদের বাংলাদেশের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।’

অপরাধের জন্য কেবল বদলি করা পুলিশের সাজা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সকালে পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলামের সফরসঙ্গী হয়ে এসে পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সারজিস আলম।-আজকের পত্রিকা

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675