• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাঘায় বাড়ছে শিশু শ্রম জড়িয়ে পড়ছে অপরাধে

প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ ১১:২১

বাঘায় বাড়ছে শিশু শ্রম জড়িয়ে পড়ছে অপরাধে

মোহাঃ আসলাম আলী,স্টাফ রিপোর্টোর : রাজশাহীর বাঘায় দিন দিন বাড়ছে শিশুশ্রম। ফলে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। দরিদ্রতার কষাঘাতে প্রাথমিক বিদ্যালয়ের ঝরেপড়া বিভিন্ন পরিবারের শিশুরা জীবিকার জন্য কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ছে। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে যাওয়ার কথা,সে বয়সে তারা জীবিকার টানে হোটেল-রেস্টুরেন্ট, নির্মান,য়েলডিং কারখানার কাজ, রিকসা-ভ্যান চালানো,টেম্পুর হেলপার, দোকান কর্মচারী,হকারিসহ বিভিন্ন ধরনের ঝঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েছে তারা।
বাঘা-আড়ানী সড়কে অটোরিকশা চালানো জালাল জানায়,সংসারে টানাপড়েনের কারনে অটোরিকশা চালানো কাজে নামতে হয়েছে। কাজ না করলে খাবো কি তবে সে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়। এছাড়া চায়ের দোকানে কাজ করে ১২ বছরের কিশোর ছোটন ও পলাশের সাথে কথা হয়। ছোটন উপজেলার আড়ানী জোতরঘু হালদারপাড়া এলাকার ছেলে। সংসারে ৩ ভাই,২বোনের মধ্যে সে মেজো। বড় ভাই অন্য এক চায়ের দোকানে কাজ করে। দ্বিতীয় ও তৃতীয় ভাই ছোট-বাড়িতে থাকে। আর দুই বোন মানুষের বাড়িতে ঝি-এর কাজ করে। প্রায় চার বছর যাবত আড়ানী বাজারে শ্রী সুনন্দনের চায়ের দোকানে কাজ করছে ছোটন। ছোটন জানায়,কাজ না করলে ভাত কোথায় থেকে আসবে। প্রতিদিন সে সকাল সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ করে। কোন কোন দিন কাজ শেষ করতে রাত ১০ থেকে ১১ টাও বেজে যায়। তারপর বাসায় গিয়ে খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে প্রায়ই ১২টা বেজে যায়। আবার সকাল ৬টায় ঘুম থেকে খাওয়া শেষে কাজে যেতে হয়। গত চার বছর যাবৎ সে ওই দোকানে কাজ করছে। এখন সে সামন্য বেতনে কাজ করলেও স্বপ্ন দেখে একদিন সে বড় একটি চায়ের দোকান করবে। নুরনগর গ্রামের আবুর ছেলে ভ্যান চালক আতর আলীর সাথে কথা বলে জানা যায়,তার বাবা-মা স্কুলে ভর্তি করতে চেয়েছিল। কিন্তু আর্থিক অভাবের কারণে স্কুল ছেড়ে ভ্যান চালাতে হচ্ছে। এছাড়া ওয়েলডিং কারখানার শিশু শ্রমিক আতিক হোসেনের একই অবস্থা। তবে ওইসব শিশু শ্রমিক মালিক দ্বারা শারীরিক ও মানষিক নির্যাতনের শিকারের অভিযোগও রয়েছে। তারা সামান্য ভুল করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায়।
সূত্রে জানা যায়,উপজেলায় শত শত শিশু শ্রমিক রয়েছে। অপর দিকে শিশু ভিক্ষুকের সংখ্যা বেড়ে যাওয়ায় সচেতন মহলে দেখা দিয়েছে উদ্বিগ্ন। বহিরাগত শিশুরা ভিক্ষাবৃত্তির সাথে জড়িয়ে পড়ায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য বিরক্তির কারণ হয়ে দেখা দিয়েছে। কখনো কখনো ক্রেতা-বিক্রেতারা শিশুদের কবলে পড়ে হয়রানির শিকার হচ্ছেন। এব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ না করায় দিন দিন শিশু ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে,বাড়ছে সামাজিক সমস্যা।
এ্যাডভোকেট আজি আলম বলেন, সরকারের পক্ষ থেকে শিশু শ্রম বন্ধের আইন থাকলেও তার যথাযথ বাস্তবায়ন নাই। নাম পকাশ না করার শর্তে উপজেলা
নাগরিক কমিটির এক সদস্য জানান, অনেক মা-বাবা কোন কাজ না করে সন্তানদের ভিক্ষার জন্য উৎসাহিত করেন । শিশুরা ভিক্ষার জন্য মানুষের হাতে-পায়ে ধরে কান্না-কাটি করে বলতে থাকে তার বাবা নেই,মা তাদের নিয়ে বড় অসহায় অবস্থায় পড়েছেন। ফলে শিশু ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লোকজন বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছে। এছাড়া শিশুরা ওই মিথ্যার আশ্রয় নেয়ায় তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তরিকুল ইসলাম উজ্জল জানান,স্থানীয়ভাবে শিশুদের কার্যক্রমের সাথে সংযুক্ত করা হলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা সব ধরণের সহযোগিতা করবে।#

আরও পড়ুনঃ  একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই : আইজিপি

 

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675