• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বাপ্পা-তানিয়ার সংসারে এলো নতুন অতিথি

প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪ ৮:৩৩

বাপ্পা-তানিয়ার সংসারে এলো নতুন অতিথি

অনলাইন ডেস্ক : দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন গায়ক-সুরকার, সংগীত পরিচালক বাপ্পা মজুমদার ও তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন।

সোমবার (২৮ অক্টোবার) সকালে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া। বর্তমানে মা-মেয়ে দু’জনেই সুস্থ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাপ্পা মজুমদার নিজেই। তিনি জানান, আজ সকালেই দ্বিতীবারের মতো বাবা হওয়ার স্বাদ পেয়েছেন।

আরও পড়ুনঃ  ঈদ শুভেচ্ছা বাবর আজমের, ডিজাইনারকে ছাঁটাই করতে বললেন ভক্তরা

এই সংগীতশিল্পীর কথায়, ‘বাবা হওয়ার এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে আমাদের মেয়ে ও মেয়ের মায়ের জন্য দোয়া চাই।’

এর আগে ২০১৮ সালের মে মাসে বিয়ে করেন বাপ্পা মজুমদার ও তানিয়া। দু’জনের ছিল এটি দ্বিতীয় বিয়ে। এই সংসারে ২০১৯ সালের ডিসেম্বরে তাদের কোল আলো করে আসে প্রথম সন্তান অগ্নিমিত্রা মজুমদার পিয়েতা।

আরও পড়ুনঃ  ‘বরবাদ’ তুফানকে ছাড়িয়ে গেছে : চয়নিকা

প্রসঙ্গত, চিত্র পরিচালক ও উপস্থাপক দেবাশীষ বিশ্বাস আর তানিয়া হোসাইন ভালোবেসে ২০১০ সালের ৩০ মার্চ বিয়ে করেন। এক বছরের মাথায় তারা দুজন বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ  ‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’

অন্যদিকে, বাপ্পা মজুমদার এবং অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনী ভালোবেসে বিয়ে করেন ২০০৮ সালের ২১ মার্চ। নিজেদের মধ্যে মতের অমিল হওয়ায় কয়েক মাস আগে নয় বছর পর সংসারজীবনের ইতি টানেন তারা।

সর্বশেষ সংবাদ

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদির বৈঠক আজ
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নিখোঁজ অনন্যা স্বামীকে নিয়ে ফিরে এলো বাড়িতে
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
নৈশভোজের টেবিলে পাশাপাশি ইউনূস-মোদি
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১১:৫৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675