ঢাকাTuesday , 29 October 2024
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন মাহাথির মোহাম্মদ

subadmin
October 29, 2024 7:33 pm
Link Copied!

অনলাইন ডেস্ক : শ্বাসনালীর সংক্রমণে অসুস্থ হয়ে ভর্তি হওয়ার প্রায় দুই সপ্তাহ পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার দেশটির সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

গত জুলাইয়ে ৯৯ বছরে পা রাখা মাহাথির মোহাম্মদকে ১৫ জুলাই শ্বাসযন্ত্রের সংক্রমণের জেরে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় সাবেক এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শ্বাসনালীর সংক্রমণে ভুগছেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদালতে দায়ের করা মানহানির এক মামলার শুনানিতেও অংশ নিতে পারেননি তিনি।

মাহাথির মোহাম্মদ দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত সাবেক এই প্রধানমন্ত্রীর হার্টের পুরোনো সমস্যা রয়েছে এবং তার বাইপাস সার্জারিও করা হয়েছে।

গত কয়েক বছর ধরে হার্ট-সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে আসা-যাওয়া করছেন। এর আগে, চলতি বছরের জুলাইয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

দেশটির সাব্কে এই প্রধানমন্ত্রী র্ব্তমান উপপ্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেছেন। ১৬ অক্টোবর ওই মামলার শুনানিতে অংশ নেওয়ার কথা ছিল মাহাথিরের। কিন্তু শারীরিক অসুস্থতা নিয়ে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হওয়ায় মামলার শুনানিতে অংশ নিতে পারেননি তিনি। তার আইনজীবী আদালতকে জানানোর পর মামলার শুনানি কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

২০০৩ সাল পর্যন্ত ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ। ৯২ বছর বয়সে ২০১৮ সালে বিরোধী জোটকে পরাজিত করে তিনি ফের দেশটির প্রধানমন্ত্রী হন। কিন্তু দুই বছরেরও কম সময়ে তার সরকার ভেঙে যায়। মালয়েশিয়ার রাজনীতিতে তিনি প্রভাবশালী ব্যক্তিত্ব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।