অনলাইন ডেস্ক : একটি মানব পাচার চক্র ভেঙে দিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির দক্ষিণ আচেহকে কেন্দ্র করে পরিচালিত হতো এই মানব পাচার চক্রটি। এরা অবৈধভাবে রোহিঙ্গা শরণার্থী ও আচেহের বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে মালয়েশিয়ায় পাচার করছিল। এই চক্রের বিস্তৃতি আছে বাংলাদেশেও।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুসারে, আচেহ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চক্রটির তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজন পলাতক রয়েছে। কর্তৃপক্ষ পলাতকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এবং তাদের খুঁজে বের করতে তল্লাশি চলছে।
চেহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ও কমিশনার আদে হারিয়ান্তো জানান, এই পাচার চক্রের সদস্যরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল; এর মধ্যে রয়েছে অর্থ লেনদেন, পরিবহনব্যবস্থা নিশ্চিত করা। বাংলাদেশ, আচেহ, রিয়াউ ও মালয়েশিয়ায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত। চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার ইউএনএইচসিআর বায়োমেট্রিক ডেটা এ ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
হারিয়ান্তো আরও জানান, ইন্দোনেশিয়ার পুলিশ পাচারকারীদের বিচারের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, ‘এই কর্মকাণ্ড অভিবাসন আইন লঙ্ঘন করেছে, যা মানব পাচার অপরাধ হিসেবে বিবেচিত হবে।’