• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মানব পাচার চক্র ভাঙল ইন্দোনেশিয়া, বিস্তৃত ছিল বাংলাদেশেও

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ১:১১

মানব পাচার চক্র ভাঙল ইন্দোনেশিয়া, বিস্তৃত ছিল বাংলাদেশেও

অনলাইন ডেস্ক : একটি মানব পাচার চক্র ভেঙে দিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির দক্ষিণ আচেহকে কেন্দ্র করে পরিচালিত হতো এই মানব পাচার চক্রটি। এরা অবৈধভাবে রোহিঙ্গা শরণার্থী ও আচেহের বাসিন্দাদের প্রতিবেশী দেশগুলো, বিশেষ করে মালয়েশিয়ায় পাচার করছিল। এই চক্রের বিস্তৃতি আছে বাংলাদেশেও।

আরও পড়ুনঃ  বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদন অনুসারে, আচেহ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চক্রটির তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও আটজন পলাতক রয়েছে। কর্তৃপক্ষ পলাতকদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে এবং তাদের খুঁজে বের করতে তল্লাশি চলছে।

চেহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক ও কমিশনার আদে হারিয়ান্তো জানান, এই পাচার চক্রের সদস্যরা বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল; এর মধ্যে রয়েছে অর্থ লেনদেন, পরিবহনব্যবস্থা নিশ্চিত করা। বাংলাদেশ, আচেহ, রিয়াউ ও মালয়েশিয়ায় এই চক্রের নেটওয়ার্ক বিস্তৃত। চক্রটি দীর্ঘদিন ধরে এ কাজ চালিয়ে আসছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থার ইউএনএইচসিআর বায়োমেট্রিক ডেটা এ ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরও পড়ুনঃ  পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

হারিয়ান্তো আরও জানান, ইন্দোনেশিয়ার পুলিশ পাচারকারীদের বিচারের আওতায় আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। তিনি বলেন, ‘এই কর্মকাণ্ড অভিবাসন আইন লঙ্ঘন করেছে, যা মানব পাচার অপরাধ হিসেবে বিবেচিত হবে।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675