• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

যৌতুকের ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ২:১২

যৌতুকের ৫ হাজার টাকার জন্য স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরের পাঁচ হাজার টাকা যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী মো. শাহ জামালকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক।

বুধবার (৩০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের মিয়া।

আরও পড়ুনঃ  আইনি সহযোগিতার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগারে

দণ্ডপ্রাপ্ত মো. শাহ জামাল (৩৮) নাটোরের গুরুদাসপুরের দুর্গাপুর বাবলাতলা এলাকার মো. তছলিম উদ্দিনের ছেলে। নিহত মোছা. শিউলী বেগম (২০) ওই এলাকার মো. নজরুল ইসলামের মেয়ে।

মামলার বরাতে আব্দুল কাদের মিয়া বলেন, প্রেম ভালবাসার পরে ২০১০ সালের গুরুদাসপুরের দুর্গাপুরের বাবলাতলা এলাকার শিউলী বেগমের সঙ্গে প্রতিবেশী শাহ জামালের বিয়ে হয় ১৫ হাজার টাকা যৌতুকে। বিয়ের সময় নগদ ১০ হাজার টাকা দিলেও কয়েক মাস পর থেকেই যৌতুকের বাকি পাঁচ হাজার টাকার জন্য শিউলীকে মারধর ও নির্যাতন শুরু করেন শাহ জামাল। ২০১১ সালের পহেলা জানুয়ারির সন্ধ্যায় শিউলীকে বাপের বাড়ি থেকে টাকা আনতে চাপ দেয়। টাকা না পয়ে শিউলীকে মারধর শুরু করেন শাহ জামাল। রাত আড়াইটার দিকে মারপিট করতে করতে শিউলীর গলা চেপে তাকে শ্বাসরোধে হত্যা করে শাহ জামাল পালিয়ে যায়। এ ঘটনায় বাদী হয়ে নিতহের বাবা গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ধর্ষণের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল

মামলার তদন্তকারী কর্মকর্তা গুরুদাসপুর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ২০১১ সালের ৩০ মে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ ১৩ বছর পরে এ রায় দেন আদালতের বিচারক। জরিমানার ৫০ হাজার টাকা ভুক্তভোগীর পরিবার পাবে বলে রায়ে উল্লেখ করা আছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675