• ঢাকা, বাংলাদেশ
  • ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি, কার্যালয়ে তালা

প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪ ১১:২৭

রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবি, কার্যালয়ে তালা

অনলাইন ডেস্ক : পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের ফরেনসিক রিপোর্ট বদলানোর চেষ্টার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মাহফুজুর রহমানের পদত্যাগের দাবি জানিয়েছেন কলেজের চিকিৎসক, কর্মচারী ও শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের কার্যালয়ে তালা লাগিয়ে দেন।

বুধবার (৩০ অক্টোবর) সকাল থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ডা. মাহমুদুল হক সরকার ও ডা. শরিফুল মণ্ডলের নেতৃত্বে মেডিকেল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আন্দোলনকারীরা। পরে দুপুরে তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামূলক প্রশিক্ষণ

আন্দোলনকারীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনে অংশ নেওয়া মেডিকেল শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেই সময়ের উপাধ্যক্ষ মাহফুজুর রহমান। এছাড়াও মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের সঙ্গে মিলে শহীদ আবু সাঈদ হত্যা মামলার ফরেন্সিক রিপোর্ট বদলানোর জন্যে প্রতিবেদন প্রস্তুতকারী চিকিৎসককে চাপ দিয়েছিলেন তিনি। এছাড়াও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতৃত্ব দিয়েছেন মাহফুজুর রহমান।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে গণসচেতনতার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

আন্দোলনকারীরা আরও বলেন, ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো শিক্ষক রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ কোনো প্রশাসনিক পদে থাকতে পারবে না এটাই আমাদের দাবি।

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

আন্দোলনকারীদের অভিযোগ অস্বীকার করেছেন ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় সঠিক প্রতিবেদন দেওয়ার জন্য চিকিৎসককে নির্দেশনা দিয়েছিলেন তিনি। তবে স্বাচিপের নেতৃত্ব দেয়ার ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

প্রসঙ্গত, ডাক্তার মাহফুজুর রহমানকে গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675