• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

প্রকাশ: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ৩:২৫

রাবিতে মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী

রাবি প্রতিনিধি: মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্য স্থিরচিত্র প্রদর্শনী। দুই দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘সংস্কৃতায়ন’। স্থিরচিত্র প্রদর্শনী দেখতে ভিড় জমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক ড. এম হুমায়ুন কবীর। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে।

আরও পড়ুনঃ  আমরা এখন বেশি শক্তিশালী, উদ্যমী ও সৃজনশীল: প্রধান উপদেষ্টা

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রদর্শনীতে প্রায় ১০০টি ছবি স্থান পেয়েছে। এখানে ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বিজয় দিবস, বঙ্গবন্ধুসহ বিভিন্ন ছবি স্থান পেয়েছে।

জানা যায়, তৎকালীন সময়ে সাংবাদিকদের ক্যামেরায় তোলা ছবিগুলোকে সংরক্ষণ করে এ আয়োজন করেছে সংস্কৃতায়ন সংগঠন। দুই দিনব্যাপী এ আয়োজন রোববার বিকেল ৪টায় শেষ হয়।

আরও পড়ুনঃ  টিসিবির কার্ড নিয়ে পুঠিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ : মহাসড়ক অবরোধ

এ প্রদর্শনী দেখতে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। তিনি বলেন, এমন আয়োজন বর্তমান সময়ে খুব প্রয়োজন। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এর মাধ্যমে জানতে পারবে। একজন শিক্ষার্থীকে দেশ সম্পর্কে জানানো এবং সচেতন করা আমাদের দায়িত্ব।

লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক স্বপ্নীল রহমান বলেন, সংগ্রাম, সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাস শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে আমাদের এ আয়োজন। এ চিত্র প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে আরও প্রসারিত করতে পারবে এবং দেশ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

আয়োজক কমিটির সদস্য সচিব সুখন সরকার বলেন, শিক্ষার্থীদের ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘটনা সম্পর্কে জানাতে আমাদের এ আয়োজন। এখানে প্রায় শতাধিক স্থিরচিত্র রয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675