• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ব্যাটারদের সঙ্গে বিশেষ সভায় বসছেন প্রধান কোচ

প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ৭:৪২

ব্যাটারদের সঙ্গে বিশেষ সভায় বসছেন প্রধান কোচ

অনলাইন ডেস্ক : ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তার কালো মেঘ বাংলাদেশের আকাশ থেকে যেন কিছুতেই সরছে না। সর্বশেষ দুই মাসে বড় দুটি টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা। যেখানে ভারতের মাটিতে ভরাডুবির পর দেশের মাটিতেও বাজে পারফরম্যান্সের চিত্রটা বদলায়নি।

গত আগস্ট মাসে পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ভারতে সিরিজে খেই হারায় টাইগাররা। শুরুতে গোয়ালিয়র টেস্টে ২৮০ রানের বড় ব্যবধানে হারে তারা। পরে কানপুর টেস্টেও ৭ উইকেটের হার সঙ্গী হয় শান্তদের।

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

এবার ঘরের মাটিতেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। যেখানে সবচেয়ে বড় দায় ব্যাটারদের। দুই টেস্টেই বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করেছে টাইগাররা। যে কারণে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আলোচনায় দলের ব্যাটারদের বাজে পারফরম্যান্স।

আরও পড়ুনঃ  ‘জোড়াতালির' অস্ট্রেলিয়াকে নিয়ে সতর্ক ইংল্যান্ড

আফগানিস্তান সিরিজ খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবস্থান করছেন ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। সেখানে থাকা দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্পের কাছে ক্ষুদেবার্তায় জানতে চাওয়া হয় দলের ব্যাটিং পরিস্থিতি নিয়ে। জবাবে এই কোচ ঢাকা পোস্টকে বলেন, ‘আগামীকাল সকালে স্কিল মিটিং হবে। সেখানে প্রধান কোচ (ফিল সিমন্স) বিশেষভাবে খেলোয়াড়দের সঙ্গে এসব নিয়ে আলোচনা করবেন, তারপর যার যার ভূমিকা নিয়ে কথা বলবেন।’

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

আসন্ন আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাটারদের থেকে প্রত্যাশা কী থাকবে? এমন প্রশ্নের জবাবে হেম্প জানালেন, ‘প্রত্যেকের প্রত্যাশা তো অবশ্যই ভালো থাকে। তবে পরিস্থিতি এবং খেলার অবস্থা দেখে মূল্যায়ন করা যায়। তারপর নির্দিষ্ট সময়ে দলের প্রয়োজনের উপর ভিত্তি করে মানিয়ে নেওয়ার বিষয়টি থাকে। এখন দেখা যাক বাকিটা।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675