• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমিরাতে কাল বাংলাদেশের সিরিজ শুরু, এখনও দেশে নাসুম-রানা

প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ৮:৩৩

আমিরাতে কাল বাংলাদেশের সিরিজ শুরু, এখনও দেশে নাসুম-রানা

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষেই সংযুক্ত আরব আমিরাতে নতুন মিশনে বাংলাদেশ দল। যেখানে আফগানিস্তানের বিপক্ষে তারা দুই ফরম্যাটের সিরিজ খেলবে। প্রথমে ওয়ানডে সিরিজ থাকায় কেবল ফরম্যাটটির স্কোয়াডে থাকা ক্রিকেটাররা গেছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। তবে নাজমুল হোসেন শান্তর দল এখনও পরিপূর্ণ নয়, ম্যাচের আগেরদিনও দলে যুক্ত হতে পারেননি দুই ক্রিকেটার।

আগামীকাল (বুধবার) সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে, তবে পেসার নাহিদ রানা এবং স্পিনার নাসুম আহমেদের আমিরাত যাত্রা এখনও স্থবির রয়েছে। মূলত ভিসা জটিলতার কারণে তারা আমিরাতের বিমান ধরতে পারেননি। এমনকি রানা-নাসমুদের ভিসা কার্যক্রম কখন সম্পন্ন হবে সেটা জানা যায়নি বিসিবি পক্ষ থেকে। জানা গেছে, আজই সেই কার্যক্রম শেষে উড়াল দেবেন তারা।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

আফগানদের চাওয়াতেই নিরপেক্ষ ভেন্যু আরব আমিরাতের মাটিতে হবে এই সিরিজের ম্যাচগুলো। যার জন্য গতকাল সন্ধ্যায় শেষভাগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সকল কোচিং স্টাফও পৌঁছে গেছেন আরব আমিরাতে।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

আগামী ৬ নভেম্বর প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৯ নভেম্বর। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর। আজ রাতে নাসুম-রানার বিমানে চড়লেও সিরিজের প্রথম ম্যাচে তাদের খেলা অনেকটাই অনিশ্চিত। সাধারণত ভ্রমণক্লান্তির জন্য চাইলেও তাদের প্রথম ম্যাচে নিতে চাইবে না টাইগার টিম ম্যানেজমেন্ট।

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675