• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ১০:২১

১০ দিন পর বাফুফেতে যাচ্ছেন নতুন সভাপতি

অনলাইন ডেস্ক : ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি নির্বাচিত হওয়ার দশ দিন পর আগামীকাল (বুধবার) বিকেলে প্রথমবার বাফুফে ভবনে যাবেন নতুন সভাপতি তাবিথ আউয়াল। তার ফেডারেশনে প্রথম আগমনের দিনে নির্বাহী কমিটির বেশিরভাগই উপস্থিত থাকার কথা রয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার একদিন পর তাবিথ আউয়াল দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্য রওনা হন। এএফসি অ্যাডওয়ার্ড নাইট ও মেম্বার এসোসিয়েশনের সভাপতির বৈঠকে বাফুফের প্রতিনিধিত্ব করেন তিনি। কোরিয়া থেকে ফেরার পথে থাইল্যান্ডে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাবিথ থাইল্যান্ড ফুটবল এসোসিয়েশনের সঙ্গেও আলোচনা করেছেন। থাইল্যান্ড থেকে ফিরে আগামীকাল ফেডারেশনে যাওয়ার সূচি ঠিক করেছেন।

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

নতুন সভাপতি বাফুফেতে পা রাখার প্রথমদিনে তেমন আনুষ্ঠানিক কিছু নেই। বাফুফে বেতনভুক্ত স্টাফদের সঙ্গে পরিচিত সভা রয়েছে। অনেক স্টাফই নতুন সভাপতির আস্থাভাজন হওয়ার জন্য নানা চেষ্টা করছেন। আগামীকাল সাবিনাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাত হতে পারে তাবিথ আউয়ালের। আগামী ৯ নভেম্বর শনিবার সকালে বাফুফের নতুন কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকেই মূলত স্পষ্ট হবে আনুষ্ঠানিক কার্যক্রম ও এই কমিটির লক্ষ্য-উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

২০১২-২০ সাল পর্যন্ত তাবিথ আউয়াল বাফুফের সহ-সভাপতি ছিলেন। জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটিতে কাজ করেছিলেন সাবেক এই ফুটবলার। ২০২০ সালের নির্বাচনে সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে বাফুফে ভবনে যাননি তাবিথ। চার বছর পর সভাপতি হয়েই আগামীকাল ফেডারেশনে পা রাখবেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675