• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কখোনোই সন্তানের মা হতে চাইনি : রাধিকা

প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪ ১০:৪৯

কখোনোই সন্তানের মা হতে চাইনি : রাধিকা

অনলাইন ডেস্ক : মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। ২০১১ সালে ব্রিটিশ সংগীতশিল্পী ও সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে লিভ ইন শুরু করেন রাধিকা। এরপর জানা যায়, আইনিভাবে বিয়ে সেরেছেন এই যুগল।

গত অক্টোবরে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। সেখানে তার বেবি বাম্প নজরে আসতেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।

পরে উৎসবে তোলা কিছু ছবি ইনস্টাগ্রামে ভাগ করে নেন রাধিকা। পরিচালক করণ কান্ধারি পরিচালিত ‘সিস্টার মিডনাইট’ ছবিটির প্রিমিয়ার উপলক্ষ্যে ওই চলচ্চিত্র উৎসবে উপস্থিত ছিলেন রাধিকা। কিন্তু নিজের মা হওয়ার প্রসঙ্গে সেদিন একটি শব্দও তিনি লেখেননি; এমনকি খবর জানাজানি হওয়ার পরেও।

আরও পড়ুনঃ  ‘টলিউডের সব থেকে গ্ল্যামারাস ও স্টাইলিশ অভিনেত্রী রুক্মিণী’

তবে এবার নিজের অন্তঃসত্ত্বা নিয়ে মুখ খুললেন রাধিকা। তবে বললেন একটু ভিন্ন ছন্দে। অন্য তারকাদের তুলনায় একটু আলাদাই এই অভিনেত্রী। । তাই জীবনের নতুন সুখবরটির প্রসঙ্গে বলতে গিয়ে সোজা বলে ফেললেন, ‘কোনোদিনই সন্তানের মা হতে চাইনি।’

আরও পড়ুনঃ  ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন

সম্প্রতি এক সাক্ষাৎকারে খানিক মজার সুরেই রাধিকা জানান, তিনি এবং তার স্বামী কোনোদিনই সন্তান চাননি তাদের জীবনে। অভিনেত্রীর কথায়, ‘বাচ্চাদের পোশাক কীভাবে পরাতে হয়, পরিবর্তন করতে হয় সেটুকু পর্যন্ত জানি না আমরা।’ আরও জানান, লন্ডনের ওই চলচ্চিত্র উৎসবে হাজির না হলে তার মা হতে চলার খবর হয়ত জানাজানি হতো না। কারণ তা নিয়ে জানাজানি হোক, এমন কোনও ইচ্ছে রাধিকার ছিল না।

আরও পড়ুনঃ  অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে জ্যান্ত মাছ নিয়ে হাজির অভিনেত্রী

অভিনেত্রী এ প্রসঙ্গে আরও বলেন, ‘প্রথম যেদিন জানতে পারলাম পেটে সন্তান, বিস্ময়ে হাঁ হয়ে গিয়েছিলাম। মানতেই চাইছিলাম না। ভাবছিলাম, কীভাবে হল। যাই হোক, সন্তান নেওয়াটা কোনোদিনই আমার পরিকল্পনার মধ্যে ছিল না। আরও বলি, মা হওয়ার যে এই পথ চলাটা তা কিন্তু মোটেই দারুণ আনন্দদায়ক নয়, অন্তত আমার কাছে। যথেষ্ট কঠিন ও কষ্টের।’

সর্বশেষ সংবাদ

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
দেশের বাজারে আলুর দাম কম, বাড়ছে রপ্তানি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675