• ঢাকা, বাংলাদেশ
  • ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কম, জিপিএ-৫ বেশি

প্রকাশ: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ৪:৩৫

রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার কম, জিপিএ-৫ বেশি

স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার সাত বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবার সাত বছরের মধ্যে সর্বোচ্চ। সোমবার দুপুরে ফল প্রকাশ করার পর তা বিশ্লেষণে এমনটিই দেখা গেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগে ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ,  ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ পরীক্ষার্থী পাস করে। এই সাত বছরের মধ্যে এবারই বোর্ডের পাসের হার হয়েছে সর্বনিম্ন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে উচ্ছ্বাসে পরিপূর্ণ ইদ আনন্দ

রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে এবার শুধু রাজশাহীতে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৮৫ দশমিক ০৭ শতাংশ, নাটোরে ৮২ দশমিক ৪৮ শতাংশ, নওগাঁয় ৮৬ দশমিক ৭৮ শতাংশ, পাবনায় ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৬ দশমিক ৬৯ শতাংশ, বগুড়ায় ৮৮ দশমিক ৩৪ শতাংশ এবং জয়পুরহাটে পাসের হার ৮৮ দশমিক ০৫ শতাংশ।

এবার রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। এরমধ্যে ২৩ হাজার ৩৭৫ জন ছাত্রী এবং ১৯ হাজার ১৪২ জন ছাত্র। গতবছর ২৭ হাজার ৭০৯ জন, ২০২০ সালে ২৬ হাজার ১৬৭ জন, ২০১৯ সালে ১৯ হাজার ৪৯৮ জন, ২০১৮ সালে ১৭ হাজার ৩৪৯ জন এবং ২০১৬ সালে ১৭ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পায়। সে অনুযায়ী রাজশাহী বোর্ডের সাত বছরের মধ্যে এবার জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ।

আরও পড়ুনঃ  নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১১ জন

চলতি বছর রাজশাহী বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। এরমধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষা দেয়। এদের মধ্যে পাস করে ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। এবার মোট ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিল। এরমধ্যে ১৪৭ স্কুলের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। দুটি স্কুলের কেউ পাস করেনি। আর পরীক্ষা চলাকালে অসাদুপায় অবলম্বনের কারণে ১৮ পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে ছাদ থেকে পড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী নারীর মৃত্যু

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাসের হার কমেছে তা খতিয়ে দেখা হবে। যে দুটি প্রতিষ্ঠানের কোন পরীক্ষার্থী পাস করেনি, সে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675