আফছার, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার রেবেকা সুলতান মনি হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস প্রদান করেছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর), চট্টগ্রাম মহানগর দায়রা জজ (৪র্থ অতিরিক্ত) সিরাজাম মুনীরার আদালত এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. নেজাম উদ্দিন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন ভোলার চরফ্যাশন থানার দক্ষিণ চর আইচা গ্রামের বাসিন্দা মো. আবদুল হালিম। তবে, আবু সিদ্দিক রুবেল নামের আরেক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ১১ মে বায়েজিদ বোস্তামী থানার মুরাদনগর মির্দ্দাপাড়া এলাকার একটি ফ্ল্যাটে রেবেকা সুলতান মনিকে শ্বাসরোধে হত্যা করা হয়। মো. আবদুল হালিমের নির্দেশে মো. নেজাম উদ্দিন তাকে হত্যা করে মরদেহ গুমের জন্য ফ্ল্যাটটি তালাবদ্ধ করে পালিয়ে যান। আবু সিদ্দিক রুবেল হত্যাকাণ্ড সম্পর্কে অবগত থাকলেও কর্তৃপক্ষকে জানাননি। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হওয়ায় পুলিশে খবর দিলে ১৩ মে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় তৎকালীন বায়েজিদ বোস্তামী থানার এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২০ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়, এবং ২০২২ সালের ১ আগস্ট তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় প্রদান করেন।
রায়ের সময় মো. নেজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়। তবে মো. আবদুল হালিম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।