ঢাকাTuesday , 1 November 2022
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর

Somoyer Kotha
November 1, 2022 5:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহী কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলার এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। এই আসামির নাম রাকিবর ওরফে আকিবর। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিমতলা গ্রামে তার বাড়ি। ২৩ বছর ৩ মাস ধরে কারাগারে ছিলেন তিনি।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন। ফাঁসি কার্যকরের সময় রাজশাহী বিভাগের কারা উপ-মহাপরিদর্শক অসীম কান্ত পাল, জেলা প্রশাসক আবদুল জলিল, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) আবদুল জলিল জানান, ১৯৯৯ সালের ২ জুন সন্ধ্যার পর গোদাগাড়ীর নিমতলা গ্রামে মোরশেদা খাতুন নামের এক তরুণীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করা হয়। এ ব্যাপারে মোরশেদার বাবা আবদুল জাব্বার বাদী হয়ে পরদিন থানায় মামলা করেন।

এরপর ২০০৪ সালের ৮ আগস্ট এ মামলার রায়ে আদালত আসামি রাকিবরসহ চারজনকে মৃত্যুদণ্ড দেন। পরে দীর্ঘ সময় উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতে আসামি রাকিবরের রায়ের বিরুদ্ধে আপীল-শুনানি চলতে থাকে। তবে শেষ পর্যন্ত সবখানেই তার ফাঁসির দণ্ড বহাল থাকে। এরপর আসামি রাকিবর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইলেও তা নাকচ হয়ে যায়। আইনগত সব প্রক্রিয়া শেষে বুধবার আসামির ফাঁসির দণ্ড কার্যকর করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
ঢাকা অফিসঃ ১৬৭/১২ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা- ১০০০ আঞ্চলিক অফিস : উত্তর তেমুহনী সদর, লক্ষ্মীপুর ৩৭০০