• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কাফনের কাপড় পরে সমাবেশে

প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৫:৫৪

কাফনের কাপড় পরে সমাবেশে

স্টাফ রিপোর্টার: বিএনপির বিভাগীয় সমাবেশ শুরুর তিন দিন আগেই রাজশাহী এসেছেন দলের অনেক নেতাকর্মী। তবে সবার দৃষ্টি কাড়ছেন গোলাম মোস্তফা। তিনি সমাবেশে এসেছেন কাফনের কাপড় পরে। মোস্তফার দাবি, ‘সরকার পতনে প্রাণ দিতে হলেও তিনি প্রস্তুত। তাই পরেছেন কাফনের কাপড়।’

গোলাম মোস্তফা নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। আগামী শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে (হাজী মুহম্মদ মুহসীন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ) বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। তবে মোস্তফা এসেছেন বুধবার রাতে।

আরও পড়ুনঃ  গরম পানিতে দগ্ধ হয়ে রাজশাহী কারাগারের এক কয়েদির মৃত্যু

এখন সমাবেশের জন্য মাঠ প্রস্তুতের কাজ চলছে। বৃহস্পতিবার থেকে পরিবহন ধর্মঘট বলে আগেভাগে যেসব নেতাকর্মী এসেছেন তারা অবশ্য ওই মাঠে ঢুকতে পারছেন না। তারা তাবু টানিয়ে কিংবা খোলা আকাশের নিচেই আশ্রয় নিয়েছেন মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ মাঠে।

আরও পড়ুনঃ  এটিএম আজহারকে মুক্তি না দিলে ক্ষমতায় থাকতে পারবেন না

বৃহস্পতিবার দুপুরে ঈদগাহ মাঠেই কাফনের কাপড় পরে গোলাম মোস্তফাকে দেখা যায়। তিনি বলেন, ‘এই সরকারের পতনের জন্য যদি জীবন দেওয়া লাগে, তাও দেব। সে কারণেই কাফনের কাপড় পরে নিয়েছি। আমি এই সরকারের লোকজনের কাছে নির্যাতিত।’

আরও পড়ুনঃ  দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে নারীকে হ’ত্যার ঘটনাসহ পৃথক মামলায় নারীসহ গ্রেপ্তার ১৫

মোস্তফার দাবি, দলের জন্য তিনি নানাভাবে নির্যাতিত। এলাকার এক জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতা তার ছয় বিঘা জমি দখল করেছেন। তিনি বিএনপি করেন বলে কোথাও বিচার পাননি। দলের জন্য জমি হারিয়েছেন। এখন দলের জন্য প্রয়োজনে তিনি প্রাণটাও দিতে চান।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675