• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনের প্রেসিডেন্ট

প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৩:৪১

ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পাশাপাশি তিনি বলেছেন, গাজা এবং মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে শান্তি স্থাপনে তিনি ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান।

শুক্রবার ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট। অভিনন্দনবার্তায় তিনি বলেছেন, গাজা এবং আল আকসা অঞ্চলে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের সঙ্গে তিনি কাজ করতে আগ্রহী।”

আরও পড়ুনঃ  ৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

এদিকে ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, মাহমুদ আব্বাসের শুভেচ্ছাবার্তার জবাব দিয়ে বার্তা পাঠিয়েছেন ট্রাম্পও। সেখানে ট্রাম্প বলেছেন যে তিনি গাজায় যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করবেন এবং এ জন্য তিনি মাহমুদ আব্বাস ও ফিলিস্তিনের অন্যান্য গণতান্ত্রিক শক্তির সঙ্গে কাজ করতে আগ্রহী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৪২জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায়। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধারে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

আরও পড়ুনঃ  পশ্চিমবঙ্গে বাংলাদেশি আখ্যা দিয়ে পঞ্চায়েত প্রধানকে অপসারণ

আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বার বার যুদ্ধবিরতির আহ্বান জনানো হলেও তা উপেক্ষা করে এখনও গাজায় অভিযান জারি রেখেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৪৩ হাজার ৫০৮ জন এবং আহত হয়েছেন এক লাখেরও বেশি ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ  গাজায় ধ্বংসস্তূপে অনবরত মিলছে লাশ, বেড়েই চলেছে নিহতের সংখ্যা

এক বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের জেরে গাজায় খাদ্য, সুপেয় পানি এবং ওষুধের ভয়াবহ সংকট চলছে। এছাড়া গাজায় বসবাসকারী প্রায় ২০ লাখ ফিলিস্তিনির প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি এবং হামাসের কব্জায় থাকা জিম্মিদের মুক্ত করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার— ৩ দেশ। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু অভিযানে বিরতি দিতে রাজি না হওয়ায় সেসব চেষ্টা ব্যর্থ হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675