• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমি আর হার্দিক এক পরিবারের অংশ : নাতাশা

প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ ৫:৫৬

আমি আর হার্দিক এক পরিবারের অংশ : নাতাশা

অনলাইন ডেস্ক : হার্দিক পাণ্ডের সঙ্গে বিচ্ছেদের পরে ছেলেকে নিয়ে সার্বিয়া চলে গিয়েছিলেন নাতাশা স্তানকোভিচ। তবে কিছু দিনের মধ্যে ভারতে ফিরে এসেছেন। এরপর একটি মিউজিক ভিডিওতে কাজও করেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতাশা স্পষ্ট জানিয়েছেন, তিনি আর সার্বিয়া যাচ্ছেন না, ভারতেই থাকছেন। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পরবর্তী অধ্যায় নিয়েও মুখ খুলেছেন তিনি। খুব সাদামাটা জীবন যাপন করতে চান নাতাশা, নিজের জীবনও ব্যক্তিগত রাখতে চান বলে জানান।

আরও পড়ুনঃ  ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন

সাক্ষাৎকারে নাতাশা বলেন, ‘আমি যে পেশা বেছে নিয়েছি, সেখানে প্রচারের আলো এড়িয়ে চলা যায় না। তবে আমাকে নিয়ে মানুষের কোনও ধারণা আমাকে প্রভাবিত করতে পারে না।’

তার কথায়, ‘আমি কী কী করেছি, কতটা করেছি, বা কোথা থেকে এসেছি সেটা জানি। তাই কোনও কিছুই আমাকে নাড়িয়ে দিতে পারে না। বলা ভালো, কেউই আমাকে নাড়িয়ে দিতে পারে না।’

আরও পড়ুনঃ  হঠাৎ লুঙ্গি পরে হাজির বুবলী, দিলেন যে বার্তা

এখনও আমি এবং হার্দিক একটা পরিবার উল্লেখ করে তিনি বলেন,‘ আমার বাচ্চাটা রয়েছে, ওর স্কুল এখানে। তাই সার্বিয়া যাওয়ার কোনও উপায় নেই। ওকে (অগস্ত্য) এখানে থাকতেই হবে, ওর পরিবার তো এখানেই। এখনও আমি এবং হার্দিক একটাই পরিবার। আমাদের তো সন্তান রয়েছে। সন্তানের জন্যই দিন শেষে আমরা একটা পরিবারেরই অংশ। অগস্ত্যের বাবা ও মা দু’জনকেই প্রয়োজন।’

আরও পড়ুনঃ  অস্কারের প্রয়োজন নেই, জাতীয় পুরস্কারই যথেষ্ট : কঙ্গনা

প্রসঙ্গত, হার্দিকের সঙ্গে বিয়ের পরে কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন নাতাশা। সেই জন্য এখন আক্ষেপ হয় তার। বর্তমানে সবকিছু মেনে নিয়ে নিজেকে কাজে ব্যস্ত করতে উঠে পড়ে লেগেছেন তিনি।

সর্বশেষ সংবাদ

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
ভাঙ্গায় ১৭ বছর পর বিএনপির ইফতার মাহফিল
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
সংশোধনী পাস : বিয়ের প্রলোভনে ধর্ষণের সাজা ৭ বছর
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675