• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব : লিটন

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৫:৫৯

সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব : লিটন

স্টাফ রিপোর্টার: বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে কোন রকম সংকট সৃষ্টি করা হলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

বলেন, ‘দীর্ঘ দিন পর বিএনপি মাঠে বেরিয়েছে। একটু আগে ওদের সমাবেশের ওইদিক দিয়ে এলাম। দেখলাম, রান্নাবান্না চলছে। একটা পিকনিক পিকনিক ভাব। সেটা করুক। শান্তিপূর্ণ সমাবেশ করলে অসুবিধা নেই। কিন্তু জনমালের ক্ষতি, জনদুর্ভোগ সৃষ্টির মতো সংকট তৈরি করলে তাৎক্ষণিক জবাব দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া আছে।’

আরও পড়ুনঃ  সৌদির সাথে মিল রেখে পুঠিয়ার একটি গ্রামে ঈদ পালন

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরও বলেন, এর আগে বিএনপি বিভাগীয় সমাবেশ করেছিল। সেখানে তারা যে ধরনের আপত্তিকর কথা বলেছিল, তার জন্য আমরা দলীয়ভাবে রাষ্ট্রদ্রোহ মামলা করি। সে মামলা চলমান। বিএনপির ভেতরটা এখনও হিংস্রতায় ভরা। তাদের বিশ্বাস করা যায় না। তাই আমরা নেতাকর্মীদের বলে রেখেছি তারা রুখে দাঁড়াবে।’

আরও পড়ুনঃ  হত দরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ সম্পন্ন করলো মানবাধিকার সংগঠন

লিটন বলেন, ‘প্রকাশ্যে না থাকলেও বিএনপির এই সমাবেশে জামায়াত-শিবির আছে। তারা গোপনে কাজ করছে। এটা তাদের পুরনো কৌশল। নির্বাচনের ১ বছর ৩ মাস বাকি থাকতেই তারা এসব শুরু করেছে। দেশের মানুষকে বিভ্রান্ত করে তারা বলছে, রাজশাহীতে নাকি সেমিফাইনাল, তারপর ঢাকায় ১০ তারিখে ফাইনাল। আসলে বিএনপি কিছুই করতে পারবে না।’

আরও পড়ুনঃ  পুনাকের উদ্যোগে আউটসোর্সিং সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675