• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সমাবেশে আসতে বাঁধা দিয়ে লাভ নেই: মিনু

প্রকাশ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ৬:০০

সমাবেশে আসতে বাঁধা দিয়ে লাভ নেই: মিনু

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, ‘কিছু পুলিশ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে যোগ দিতে নেতাকর্মীদের বাধা দিচ্ছে। কিন্তু যতই বাঁধা দিক না কেন, বিএনপির গণসমাবেশের দিনই গোটা শহর কানায় কানায় ভরে যাবে। বাঁধা দিয়ে লাভ হবে না।

বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে সমাবেশের মঞ্চ কমিটির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। মিনু বলেন, ‘সরকার ও তার আজ্ঞাবহ পেটোয়া বাহিনীর সদস্যরা গণসমাবেশ বানচাল করতে বুধবার রাতে থেকে রাজশাহীর প্রবেশ পথে বাধা প্রদান করছে। যানবাহন থকে নামিয়ে দিয়ে নেতাকর্মীদের নিদারুন কষ্ট দিচ্ছে। নেতাকর্মীরা সকল বাধা উপেক্ষা করে রাজশাহী শহরের প্রবেশ করছে। কিন্তু এসব করে কোন লাভ নেই।’

আরও পড়ুনঃ  একটা গোষ্ঠী চাচ্ছে না যে আমরা স্থিতিশীল হই : আইজিপি

তিনি বলেন, ‘মাদ্রাসা মাঠে ডেকোরেশেন শুরু করলে অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের নির্দেশে তাবু ও ডেকোরেশনের সকল উপকরণ ভেঙে ফেলা হয়েছে। নেতাকর্মীদের মারপিট করে মাদ্রাসা মাঠ থেকে বের করে দিয়েছে। সরকার যতই বাধা দিক, কোন বাঁধাই মানবে না জনগণ। স্থানীয় প্রশাসন যতই ছন্দপতন ঘটাক না কেন, জনসমুদ্র কোনভাবেই ঠেকাতে পারবে না।’

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক এসএম ওবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল ও বিএনপির সাবেক এমপি জাহান পান্না।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:৪৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675