• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বরুণের স্ত্রী-পরিবারের কথা শুনে কান্না চেপে রাখলেন সামান্থা

প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪ ১১:২১

বরুণের স্ত্রী-পরিবারের কথা শুনে কান্না চেপে রাখলেন সামান্থা

অনলাইন ডেস্ক : ২০২১ সালে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা দম্পতি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য তাদের দাম্পত্যে জীবনের ইতি টানেন। এরপর কেটে গেছে অনেকটা সময়। নিজেকে কাজে আরও বেশি ডুবিয়েছেন সামান্থা।

অন্যদিকে নাগা চৈতন্যও অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। আগামী ৪ ডিসেম্বর চারহাত এক হচ্ছে তাদের। সামান্থার সঙ্গে বিচ্ছেদের পরই শোভিতার গলায় মালা দিতে চলেছেন এই নায়ক।

তবে এত কিছুর পরেও সামান্থার সময় যেন এগোয়নি। কাজ নিয়ে ব্যস্ত থাকলেও মানসিকভাবে তিনি এখনও ২০২১-এর আগেই আটকে রয়েছেন! এমনটাই মনে করছেন ভক্তরা।

আরও পড়ুনঃ  গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম— আমারও কিন্তু তেমনই পরিবার : অপু

সম্প্রতি সামান্থা ও বরুণ ধওয়ান তাদের ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’র প্রচারে এক অনু্ষ্ঠানে হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সামান্থা গুমোট হয়ে আছেন। নিজের ভেতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তার চোখ বলছে, তিনি ভালো নেই।

মূলত অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে বরুণ তার স্ত্রী ও পরিবার নিয়ে কথা বলতে শুরু করেন। যেখানে তিনি বলেন, এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিজে আমার চরিত্রটিও পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। আমি সবসময় পরিবারকে প্রাধান্য দিয়েছি। তাই চরিত্রটি সহজে বুঝতে পেরেছি।

আরও পড়ুনঃ  যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

বরুণ নিজের স্ত্রী নাতাশা ও তার পরিবার নিয়ে কথা বলছিলেন ঠিকই। কিন্তু দর্শকের চোখ ছিল সামান্থার উপর। এই কথাবার্তার সময়ে সামান্থার চোখের কোণ যেন হঠাৎই চিকচিক করে ওঠে।

আরও পড়ুনঃ  মুরগি চুরি করতে গিয়ে দেখা, তাহমিনার প্রেমে পড়েন জয়নাল

নেটাগরিকের কথায়, ‘সামান্থা বোধ হয় চিৎকার করে কাঁদতে চাইছেন।’ আর এক অনুরাগী লেখেন, ‘আমার সত্যিই সামান্থার জন্য খুব খারাপ লাগছে। তিনিও তো এমনই একটা পরিবার চেয়েছিলেন।’

২০১৭ সালে সামান্থা ও চৈতন্য বাগ্‌দান পর্ব সেরেছিলেন। ২০১৯-এ তারা বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। শোনা যায়, সন্তান ধারণের জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন সামান্থা। কিন্তু সে সময়ই বিচ্ছেদ ঘটে এই দম্পতির।

সর্বশেষ সংবাদ

পাবনায় বাস-অটোরিকশা সংঘর্ষে শিশুসহ নিহত ৫
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
পুঠিয়ায় কুপিয়ে জখম করে ছিনতাই
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৪:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675