অনলাইন ডেস্ক : দেশের ক্রীড়াঙ্গনের আতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। খেলা শেখার পাশাপাশি নৈতিক শিক্ষা প্রদানের চেষ্টাও থাকে প্রতিষ্ঠানটির। গতকাল সকালে বিকেএসপির অডিও ভিজুয়্যল সেন্টারে বিকেএসপির প্রশিক্ষণার্থীদের জন্য “আমি জিতলে, জিতবে দেশ” এ প্রতিপাদ্যের ব্যনারে অণুপ্রেরনামূলক এক অনুষ্ঠানের আয়োজন হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যূত্থানে দেশপ্রেমে উদ্বুদ্ধ আত্মদানকারী আহত সাতজন রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিকেএসপির প্রশিক্ষণার্থীরা গণঅভ্যূত্থানে আহত বীরদের আত্মত্যাগের কথা এবং তাদের জীবন যুদ্ধে ঘুরে দাঁড়ানোর গল্প শুনে অনুপ্রাণিত হন এবং নিজেদেরকেও খেলাধুলার মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে দেশের জন্য সুনাম বয়ে আনার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রিহ্যাবিলিটিশনপ্রাপ্ত ব্যক্তিবর্গ বিকেলে বিকেএসপির শিক্ষার্থীদের সাথে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এতে শিক্ষার্থীরা অনেক উদ্বুদ্ধ হয়েছে। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত সাতজনের প্রত্যেককে বিকেএসপির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।