• ঢাকা, বাংলাদেশ
  • ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অনন্যার প্রাক্তনের সঙ্গে অভিনেত্রীর বাবা, নেটিজেনদের হাসাহাসি

প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ২:৫২

অনন্যার প্রাক্তনের সঙ্গে অভিনেত্রীর বাবা, নেটিজেনদের হাসাহাসি

অনলাইন ডেস্ক : মাস কয়েক আগেই বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়েছে অনন্যা পাণ্ডের। প্রায় দু’বছর সম্পর্কে ছিলেন আদিত্য-অনন্যা। যদিও বিচ্ছেদ নিয়ে তাদের পক্ষ থেকে কোনো বিবৃতি মেলেনি।

এদিকে বলিউডে কান পাতলে শোনা যায়, আদিত্যের সঙ্গে বিচ্ছেদে মন ভেঙেছিল অনন্যার। যে প্রেমিকের শার্ট পরে ঘুরতেন, যার পদবি নামাঙ্কিত জামা পরতেন, সম্পর্ক ভাঙার পর যেন মনমরা হয়ে পড়েন অভিনেত্রী।

যদিও সম্পর্কে থাকাকালীন একসঙ্গে একাধিক ব্র্যান্ডের জন্য মার্জার সরণীতে হাঁটেন আদিত্য-অনন্যা। শুধু তাই নয়, বেশ কিছু বিজ্ঞাপনে জুটি হিসেবেও দেখা গেছে তাদের। একটি চশমার বিজ্ঞাপনে দেখা ধরা দিয়েছিলেন তারা। সেখানেই তাদের একত্রে চশমা বিজ্ঞাপনের ছবি দিয়ে একটি পেজে ঠাট্টা করে লেখা হয়, ‘বিজ্ঞাপনের চুক্তিও এই সম্পর্কের থেকে বেশি দিন টিকেছে।’

আরও পড়ুনঃ  ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন

গত দু’বছরে দেশে-বিদেশে প্রায় অনেক জায়গায় একসঙ্গে দেখা গেছে আদিত্য রয় কাপুর ও অনন্যা পাণ্ডেকে। কাপুর লেখা টি-শার্ট পরে ঘুরতে দেখা গেছে অভিনেত্রীকে। হঠাৎই যেন বদলে গেল তাদের সমীকরণ। প্রেম ভাঙার পর কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট ও দেন অভিনেত্রী। খানিক তিক্ততার কথাও উগরে দেন সেই পোস্টে। যদিও কাকে নিয়ে সেই পোস্ট, তা খোলাসা করেননি অনন্যা।

আরও পড়ুনঃ  ৬০ বছরে প্রেম করছেন আমির, অবিবাহিত সালমানকে খোঁচা!

এদিকে তার দিন কয়েক পরই আদিত্যের সঙ্গে ফ্রেমবন্দি হন অনন্যার বাবা অভিনেতা চাঙ্কি পাণ্ডে। বেশ খোশমেজাজেই দেখা যায় তাকে। চাঙ্কি একেবারে ‘কুল’ অবস্থায় ধরা দিয়েছিলেন আদিত্যের সঙ্গে। সেটি নজরেও আসে অনন্যার, প্রতিক্রিয়াও জানান। একইসঙ্গে মেয়ে ও তার প্রেমজীবন নিয়ে যে নেটিজেনরা রসিকতা করছে, তা বুঝি ভুলেই গিয়েছিলেন অনন্যার বাবা।

আরও পড়ুনঃ  মাতৃত্বকালীন ছুটি শেষ করে শুটিংয়ে ফিরছেন দীপিকা?

নেটিজেনরা সেই পোস্টের মন্তব্য ঘরে হাসির প্রতিক্রিয়ায় ভরিয়ে দেন। তবে তারা মনে করছেন, তাহলে কি মেয়ের প্রেম ভেঙে যাওয়া নিয়ে হাসি-ঠাট্টা হওয়ায় নিজেও খানিক রসিকতা হিসেবে নিলেন চাঙ্কি?

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675