স্টাফ রিপোর্টার: রাজশাহীতে জেলা ক্ষুদ্র ঋণ বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজশাহী প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নিবন্ধনবিহীন সুদ কারবারি ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আনিসুল ইসলাম, সহকারী কমিশনার জেসমিন আক্তার, শতফুল বাংলাদেশের সহকারী পরিচালক হুমায়ূন কবীর, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী, ব্র্যাকের রাজশাহীর জেলা সমন্বয়কারী মহসিন আলীসহ রাজশাহী জেলায় কর্মরত ৬৪টি এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।
সভা শেষে রাজশাহীর বিদায়ী জেলা প্রশাসক আবদুল জলিলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।