• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ ১০:৩০

হোয়াইট হাউসে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিদায়ি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে হোয়াইট হাউসে যাচ্ছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে ডোনাল্ড ট্রাম্পকে তার ফ্লোরিডার বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হতে দেখা যায়। এরপর তিনি বিমানে করে ওয়াশিংটন ডিসির উদ্দেশে রওনা দেন। এরপর ট্রাম্প ফোর্স ওয়ান নামে পরিচিত বিমানে করে গন্তব্যে পৌঁছন।

আরও পড়ুনঃ  কিডনি বিকল রোগে ভুগছেন অসুস্থ পোপ ফ্রান্সিস

যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের দীর্ঘ ঐতিহ্যের অংশ হিসেবে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান।

ট্রাম্পের সঙ্গে তার স্ত্রী মেলেনিয়া ট্রাম্পকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। স্বামীদের পারস্পরিক এ সাক্ষাৎকালে ফার্স্ট লেডি তার উত্তরসূরিকে চা দিয়ে আপ্যায়ন করে থাকেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত বিমান থেকে নামার সময় মেলানিয়া সেখানে ছিলেন না।
পরে সরকারিভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়, তিনি তার স্বামীর সঙ্গে হোয়াইট হাউসে যাবেন না।

আরও পড়ুনঃ  ইউক্রেন শিগগিরই খনিজ চুক্তি মেনে নেবে, আশা ট্রাম্পের

মার্কিন ফার্স্ট লেডি হতে যাওয়া মেলেনিয়ার অফিস এক্সে একটি পোস্টে বলেছে, ‘মিসেস ট্রাম্প আজকের হোয়াইট হাউসের বৈঠকে অংশ নেবেন না। রূপান্তরকালীন প্রক্রিয়া শুরু করতে ওভাল অফিসে তার স্বামীর প্রত্যাবর্তন উৎসাহজনক এবং তিনি তার অনেক সফলতা কামনা করেন।’

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

গত জুনে প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর এই প্রথম বাইডেন ও ট্রাম্পের সাক্ষাৎ হতে যাচ্ছে।
সেই বিতর্কের পর চাপের মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন বাইডেন।

ট্রাম্প বুধবার ওয়াশিংটনে দুই জায়গায় যাবেন বলে আশা করা হচ্ছে—প্রথমে ক্যাপিটল হিলে রিপাবলিকানদের সঙ্গে দেখা করবেন এবং তারপর আনুমানিক সকাল ১১টায় হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সূত্র : বিবিসি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675