স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় জেন্ডার কাউন্সিলিং বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর বেসরকারী সংস্থা সিসিবিভিও মঙ্গলবার গোদাগাড়ীতে তাদের শাখা কার্যালয়ে এই কর্মশালার আয়োজন করে। এতে ১০টি রক্ষাগোলা সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন।
কর্মশালায় দৈনন্দিন জীবনে নারী পুরুষের কার্যাবলী, নারীর প্রতি সহিংসতা (শারীরিক ও মানসিক) পারিবারিক বিবাদ-কলহ, বাল্য বিবাহ ও মাতৃত্বকালীন এবং মানসিক অসুস্থতা নিয়ে আলোচনা হয়। কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিত্র বিশ^াস।