• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

১৭ বছর পরে বিএনপির সমাবেশ রোববার

প্রকাশ: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪ ৯:০৩

১৭ বছর পরে বিএনপির সমাবেশ রোববার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রোববার (১৭ নভেম্বর) ঐতিহাসিক জনসভা করবে। আর এই সমাবেশকে সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক উপ-মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

বনপাড়া বাইপাস মোড়ে কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠের ওই জনসভার জন্য বিশাল আকৃতির মজবুত মঞ্চ নির্মাণ করা হয়েছে। আর নেতা-কর্মীর উপস্থিতি নিশ্চিত করতে বনপাড়া ও বড়াইগ্রাম পৌরসভার প্রতিটি ওয়ার্ডে, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ বাজারে সভা করেছেন নেতৃবুন্দ। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া। সঞ্চালনা করবেন বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। সমাবেশকে সফল করতে শুক্রবার সন্ধায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে প্রস্তুতি সভা করা হয়েছে। সভায় জেলা বিএনপর যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সম্পাদক সেজান, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের, বড়াইগ্রাম পৌর বিএনপি সভাপতি ইসহাক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান বলেন, প্রতিটি ওয়ার্ডে গনসংযোগ, সভা-সমাবেশ করে নেতা-কর্মী, সমর্থকদের উদ্ভুদ্ধ করা হয়েছে। আশাকরি স্মরণকালের শ্রেষ্ঠ জনসভা হবে।
বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসহাক আলী বলেন, দীর্ঘদনি পরে জনসভা তাই নেতা-কর্মী মুখিয়ে আছে জনসভায় যেতে। গণসংযোগ করে সবাইকে প্রস্তুত করা হয়েছে।
বড়াইগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক নাটোর কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বলেন, বড়াইগ্রামের জনসভা জনসমুদ্রে পরিনত হবে। সেই মোতাবেক প্রস্তুতি নেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675