• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চিকিৎসার ফাঁদে ফেলে প্রতারণা, ৫ খুলিসহ কবিরাজ গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ৯:৫৮

চিকিৎসার ফাঁদে ফেলে প্রতারণা, ৫ খুলিসহ কবিরাজ গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : দাম্পত্য কলহ দূর, মনের মানুষকে কাছে পাইয়ে দেওয়ার ব্যবস্থা, গর্ভধারণে সক্ষমতার ব্যবস্থা করা, প্যারালাইসিস রোগের উপশমসহ বিভিন্ন রোগের চিকিৎসার ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন রেজাউল করিম (৪০) নামের এক কথিত কবিরাজ। এসব অভিযোগে তাঁকে গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় পাঁচটি খুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পাবনার আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কামরুজ্জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পাবনার জেলার বিভিন্ন কর্মকর্তা, থানা-পুলিশসহ এলাকাবাসী।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীদের

কারাদণ্ড পাওয়া রেজাউল করিম আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর মহল্লার বাসিন্দা। কারাদণ্ডের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম।

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কবিরাজ রেজাউল করিম অনেক দিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে বিভিন্ন অপচিকিৎসা দিয়ে আসছিলেন। পাবনা জেলার এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধলেশ্বর মহল্লার রেজাউলের নিজ বাড়ির আস্তানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুনঃ  লালগালিচায় ব্যতিক্রমী ‘ক্যাট শো’

রেজাউলের আস্তানা থেকে পাঁচটি মাথার খুলি, তসবি, সনাতন ধর্মের বই, ত্রিশূল, একটি লোহার বড় চেন, শঙ্খ, সিঁদুরসহ বিভিন্ন গাছগাছালির ছাল জব্দ করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রেজাউলকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুনঃ  সাজেকে আগুনে পুড়ল ৯৫টি রিসোর্ট-দোকান-বসতঘর

ইউএনও নাহারুল ইসলাম বলেন, ভুয়া কবিরাজকে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অনেক দিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ হাতিয়ে নিতেন তিনি। এসব অপকর্মে আরও জড়িতদের সন্ধান পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

দখল-দূষণে অস্তিত্ব সংকটে ফরিদপুরের কুমার নদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের লজ্জাজনক রেকর্ড
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
৩০ সেকেন্ড হাঁটার পরেই ক্লান্ত হয়ে পড়েছিলাম : সোনাক্ষী
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:৫২
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675