• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পকেটে চিরকুট

প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪ ১০:০৪

নাটোরে ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পকেটে চিরকুট

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে মজিবর রহমান (৫৫) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার পকেটে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছেন লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।

সোমবার (১৮ নভেম্বর) ভোরে উপজেলার ফুলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মজিবর পার্শ্ববর্তী বাগাতিপাড়া উপজেলার সুইতিরপাড়া গ্রামের ধলু খানের ছেলে।

আরও পড়ুনঃ  ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজরের আজানের পর ধুপইল এলাকার বাবলু নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির আঙিনায় মেহগনি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  শেরপুরে নানার বাড়ি বেড়াতে এসে নদীতে স্কুলছাত্রের মৃত্যু

এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ঠিকাদার মজিবর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে বলা হয়েছে ওই ব্যক্তিদের পাওনা টাকার চাপেই মজিবর আত্মহত্যা করেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ায় বাসচাপায় বাবা-মেয়ে নিহত

ওসি আরও বলেন, মজিবর চিরকুটে দাবি করেন, পাওনা টাকা পরিশোধের পরও তারা টাকার জন্য চাপ প্রয়োগ করছিল। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার একটি মামলা নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675