• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট

প্রকাশ: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪ ৬:০২

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট

অনলাইন ডেস্ক : ওপার বাংলার তারকা দম্পতি যীশু-নীলাঞ্জনা। সম্প্রতি টালিউডে চর্চার কেন্দ্রে রয়েছে তাদের বিচ্ছেদ জল্পনা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম থেকে সেনগুপ্ত পদবি সরিয়ে ফেলেছেন নীলাঞ্জনা।

এছাড়াও যীশুর সঙ্গে থাকা সব ছবি মুছেও ফেলেন তিনি। নীলাঞ্জনার এই পোস্ট দেখে মন ভেঙেছিল বহু অনুরাগীর। বরাবরই তার ও যিশুর জুটি পছন্দ ছিল দর্শকের।

আরও পড়ুনঃ  যারা ধর্ষণের বিচার চাইছে, তারাই কাজের বিনিময়ে শোয়ার শর্ত দিয়েছে

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে নীলাঞ্জনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। যা নিয়ে নতুন করে নেটিজেন থেকে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা।

পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘কেউ ২১ বছর বয়সে হয়ত স্নাতক হয়েছেন। তাকে ভালো চাকরি পেতে ১০ বছর অপেক্ষা করতে হয়েছে। কারও আবার হয়ত তেমন লেখাপড়া না থাকলেও, ২৫ বছর বয়সে লাখপতি হয়ে গেছে। কারও ২৫ বছরে বিয়ে করে পাঁচ বছরে ডিভোর্স হয়ে যায়।’

আরও পড়ুনঃ  সোনাক্ষীর সঙ্গে নেই জাহির, সমালোচনা উঠতেই কড়া জবাব নায়িকার

নীলাঞ্জনা বলেন, ‘কেউ হয়ত বা ৪০ বছর বয়সে বিয়ে করে সারাজীবনের প্রেমের সন্ধান পেয়েছে। তাই আপনারও খুব দেরি হয়নি। আবার সময়ের থেকে খুব এগিয়েও যাননি। আপনি ঠিক সেখানেই রয়েছেন যেখানে থাকার কথা।’

আরও পড়ুনঃ  ঈদ ‘ইত্যাদি’তে এবারও থাকছে বিদেশিদের নিয়ে আয়োজন

এর আগেও এমন নানা পোস্ট করতে দেখা গেছে নীলাঞ্জনাকে। ২০০৪ সালে বিয়ে করেন যীশু-নীলাঞ্জনা। দুই কন্যা সারা ও জারাকে নিয়েই চলছিল দিনযাপন। তবে তারই মাঝে নানা গুঞ্জন যিশুকে কেন্দ্র করে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675