• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ছিনতাইকারীর পক্ষে কথা বলার অপরাধে এসআই প্রত্যাহার

প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ১০:৩৫

ছিনতাইকারীর পক্ষে কথা বলার অপরাধে এসআই প্রত্যাহার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ছিনতাইকারীর পক্ষে কথা বলার অপরাধে শহিদুল্লাহ কায়সার নামে পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে রাজশাহী মহানগর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। তিনি নগরীর বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।

এদিকে এই পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন নগরীর চন্দ্রিমা থানার নিউ কলোনি এলাকার মো. লাদেন (২২) ও দাশপুকুর এলাকার ইমরান হোসেন (২৪)। গত বুধবার তাঁদের গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসআই শহিদুল্লাহ কায়সার গত বুধবার বিকেলে নিজ এলাকার বাইরে নগরীর ডিঙ্গাডোবা যান। সেখানে সন্দেহভাজন কয়েকজন ছিনতাইকারীকে ধরে রেখেছিল এলাকার বাসিন্দারা। এ সময় তাঁদের ছেড়ে দিতে বললে ওই পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এলাকাবাসী। খবর পেয়ে সেখানে গিয়ে দুজনকে আটক করে পুলিশের একটি টহল দল।

আরও পড়ুনঃ  বোমা বিস্ফোরণে কবজি বিচ্ছিন্ন কলেজছাত্রের

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) রফিকুল আলম বলেন, এ ঘটনায় পুলিশ আক্রান্ত হয়েছে। তাই রাজপাড়া থানার একটি মামলায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বাঘায় এক বাক প্রতিবন্ধী নববধূকে স্বামীর নির্যাতন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে

এসআইকে প্রত্যাহারের বিষয়ে রফিকুল আলম বলেন, নিজ এলাকার বাইরে অন্য একটি ঘটনায় সম্পৃক্ত হন তিনি। এ জন্য ওই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তের পর আরও কোনো অপরাধ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

মেয়ের ছবি শেয়ার করে যা বললেন রাধিকা আপ্তে
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
গাজায় নিহত আরও ৪২ ফিলিস্তিনি
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675