• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাধ্যমিক স্কুল শাখা পর্যায়ে যাত্রা শুরু করল আল্-ইহ্সান একাডেমী

প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ ৪:৩৮

মাধ্যমিক স্কুল শাখা পর্যায়ে যাত্রা শুরু করল আল্-ইহ্সান একাডেমী

সুজানগর (পাবনা) প্রতিনিধি: সুজানগর পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী আল্-ইহ্সান একাডেমী প্লে থেকে পঞ্চম শ্রেণীতে লেখাপড়ার পাশাপাশি এবারে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু করেছে। পাবনার সুজানগর এন এ কলেজ সংলগ্ন আল্-ইহ্সান একাডেমী এন্ড হাই স্কুলের উদ্বোধন উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সুধী সমাবেশের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার আল্-ইহ্সান একাডেমী এন্ড হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা টুটুল হোসাইন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা পদ্মা কলেজের অধ্যাপক ফারক-ই আযম, পৌর জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম খান, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক ও দৈনিক জীবন কথা পত্রিকার উপজেলা প্রতিনিধি এটিএম শামসুজ্জামান ডন, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী ও উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান ।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীদের

এর আগে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আল্-ইহ্সান একাডেমী এন্ড হাইস্কুলের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো. কামরুজ্জামান সোহেল।
অনুষ্ঠানে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা পারভিন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, চর বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিন খাতুন, বাগানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চরসুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীনুজ্জামান, আতিকুর রহমান,আব্দুল জব্বার, আল্-ইহ্সান একাডেমী এন্ড হাইস্কুলটির অন্যতম প্রতিষ্ঠাতা ফরিদুল ইসলাম(বাবু), সিদ্দিকুর রহমান,কামরুল ইসলাম,আজাদ হোসেন, লোকমান হোসেন প্রতিষ্ঠানটির শিক্ষকদের মধ্যে আব্দুল কাদের,এরশাদ আলী, সাব্বির হোসেন, জসিম উদ্দিন, হাফেজ মো. হাসিবুল ইসলাম, মোছা. মমতাজ পারভিন, রিনি আক্তার, চম্পা আক্তার, রাবেয়া খাতুন,কার্নিজ ফাতেমা, কেয়া আক্তার,খালেদা আক্তার তহমিনা আক্তার, ছাত্রদল এন এ কলেজ শাখার আহ্বায়ক শাকিলখানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ আল্-ইহ্সান একাডেমী এন্ড হাইস্কুলটিতে শিক্ষার্থীদের পড়ালেখার যে সুনাম ও সাফল্য সেটির ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে এই উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

আল্-ইহ্সান একাডেমী এন্ড হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা টুটুল হোসাইন বিশ্বাস জানান ২০১২ সালে প্লে থেকে পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে লেখাপড়া শুরু হয়। এই প্রতিষ্ঠান থেকে কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে সর্বশেষ ২০২৩ সালের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৩১জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। আর এবারে মুজাহিদ ইসলাম নামে এক শিক্ষার্থীর ভতি ফরম জমা নেওয়ার মাধ্যমে ২০২৫ সালের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির কার্যক্রম শুরু করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি যেন তার সুনাম অক্ষুন্ন রাখতে পারে এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

সর্বশেষ সংবাদ

ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675