• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শ্মশানে দাহ করার আগ মুহূর্তে নড়ে উঠলেন যুবক

প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৬:৩৯

শ্মশানে দাহ করার আগ মুহূর্তে নড়ে উঠলেন যুবক

অনলাইন ডেস্ক : মরদেহ নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে। সব প্রস্তুতি সম্পন্ন। শুধু দেওয়া হবে আগুন। ঠিক তখনই নড়ে উঠেছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রোহিতাস কুমার নামের ২৫ বছর বয়সী ওই যুবক বধির ছিল। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। এরপর বৃহস্পতিবার রাজস্থানের ঝুনঝুনর-এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে নেওয়ার পরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আদালতের নিষেধ সত্ত্বেও ২৩৮ ভেনেজুয়েলানকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই যুবকের খিঁচুনি হয়েছিল। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের স্বজনদের বলা হয় হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিরূপণে ময়না তদন্ত করার কথা থাকলেও সেটি করেননি চিকিৎসক। এর বদলে মরদেহটি সরাসরি মর্গে পাঠানো হয়। এরপর সেখান থেকে তার দেহটি দাহ করার জন্য নিয়ে যান তার স্বজনরা।

আরও পড়ুনঃ  ৪৮ ঘণ্টায় ৯৭০ ফিলিস্তিনির প্রাণ কাড়ল দখলদার ইসরায়েল

ওই হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার ‍সিং এএফপিকে জানিয়েছেন, ওই সময় যে চিকিৎসকরা দায়িত্ব পালন করছিলেন তারা ময়নাতদন্ত না করেই ভুয়া রিপোর্ট দিয়েছিলেন এবং মরদেহটি দাহ করার জন্য পাঠানো হয়েছিল।

ডাক্তার সিং আরও জানিয়েছেন, মরদেহটি দাহ করার জন্য আগুন দেওয়ার ঠিক আগ মুহূর্তে ওই যুবকের দেহ নড়া শুরু করে। ওই সময় সে জীবিত ছিল এবং শ্বাসপ্রশ্বাস নিচ্ছিল।

আরও পড়ুনঃ  ট্রাম্পের ফোনেও ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হলেন না পুতিন

এরপর তাকে দ্রুত আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরেরদিন শুক্রবার সত্যিই সে মারা যায়।

এ ঘটনার পর তিন চিকিৎসকে তাদের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675