• ঢাকা, বাংলাদেশ
  • ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জয়সওয়াল-রাহুলের রেকর্ডগড়া এক দিন

প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ ৯:৪২

জয়সওয়াল-রাহুলের রেকর্ডগড়া এক দিন

অনলাইন ডেস্ক : একেবারেই ভিন্ন একটা গল্প লেখা হলো পার্থের অপ্টাস স্টেডিয়ামে। পার্থ বলতেই মাথায় আসে ঐতিহাসিক ওয়াকা স্টেডিয়াম। অপ্টাসে বলের সুইং বা গতি ঠিক ওয়াকার মতো নয়। তবে যেমনটা দেখা গেল, তাতে ভিড়মি খেতেই হয়েছে প্রথম দিন। বর্ডার-গাভাস্কার সিরিজের শুরুটা ছিল পেস বোলিংয়ের মুগ্ধতা। আর দ্বিতীয় দিনে দর্শকদের বিনোদন দিয়েছেন লোকেশ রাহুল এবং যশস্বী জয়সওয়াল।

দুজনের ব্যাটিং থেকে এসেছে ১৭২ রানের জুটি। ভারতের লিডও সেই সুবাদে হয়েছে বেশ বড়। পার্থ টেস্টে বলা চলে ভারত আছে চালকের আসনে। দ্বিতীয় দিন শেষে ২১৮ রানের লিড তাদের। হাতে আছে ১০ উইকেট। তৃতীয় দিনে স্বাগতিকদের আরও চেপে ধরবে সফরকারী ভারত, সেটা একপ্রকার নিশ্চিত। লোকেশ রাহুল এদিন পেয়েছেন বহুল আরাধ্য ফিফটি। আর যশস্বী জয়সওয়াল আছেন সেঞ্চুরির প্রান্তে। সঙ্গে গড়েছেন একাধিক রেকর্ডও।

আরও পড়ুনঃ  ফুটবলারের জন্য শোক পালনের পর জানা গেল তিনি জীবিত

জয়সওয়ালের যত রেকর্ড
৩৪ – এখন পর্যন্ত ২০২৪ সালে ৩৪ ছক্কা হাঁকিয়েছেন ভারতের তরুণ ওপেনা
র জয়সওয়াল। এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এটিই। পেছনে ফেলেছেন ১৬ ইনিংসে ৩৩ ছক্কা হাঁকানো ব্রেন্ডন ম্যাককালামকে। ২০১৪ সালে গিলক্রিস্টকে ছাড়িয়ে এই রেকর্ডের মালিক হয়েছিলেন ম্যাককালাম।

১০ – ২০২৪ সালে মোট ১০টি পঞ্চাশোর্ধ ইনিংস খেলেছেন জয়সওয়াল। চলতি বছর এরচেয়ে বেশি ৫০ পেরুনো ইনিংস আর নেই কারোরই। পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুটকে।

আরও পড়ুনঃ  র‍্যাংকিংয়ে উন্নতির তাগিদ বাফুফের নতুন পার্টনারের

এছাড়া, দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে এক ক্যালেন্ডার বছরে তৃতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন জয়সওয়াল। ছুটছেন ২০০৮ সালে শেবাগের ৬৩৪ করা রানের রেকর্ডকে।

লোকেশ রাহুল-জয়সওয়াল জুটি
ইতিহাসে মাত্র চতুর্থবার অস্ট্রেলিয়াতে গিয়ে দুই ভারতীয় ওপেনার পঞ্চাশ পেরুনো ইনিংস খেলেছেন। এর আগে ১৯৮৬ সালে শ্রীকান্তের সঙ্গে গাভাস্কার দুবার এমন কীর্তি করেছিলেন। অন্যটায়ও ছিলেন সুনীল গাভাস্কার। দুজনের অবিচ্ছিন্ন ১৭২ রান অস্ট্রেলিয়ার মাটিতে অতিথি দলের ওপেনিংয়ে ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ২০১০ সালে মেলবোর্ন টেস্টে ১৫৯ রানের জুটি গড়েছিলেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক।

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স লিগে যাদের চ্যাম্পিয়ন দেখছেন ইংলিশ কিংবদন্তি স্কোলস

২০১০ সালের অ্যাশেজে ব্রিজবেনে ৬৬.২ ওভার ব্যাট করেছিলেন স্ট্রাউস-কুক। এরপর অস্ট্রেলিয়ায় খেলতে নেমে আর কোনো বিদেশি দলের ওপেনিং জুটি ৫০ ওভার পার করতে পারেনি। জয়সোয়াল-রাহুলরা কাল সকালে তা ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায়।

ভারতের হয়ে অস্ট্রেলিয়ার মাঠে ১৯১ রানের সর্বোচ্চ ভারতীয় ওপেনিং জুটি ছিল কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং সুনীল গাভাস্কারের। সেটাও কাল ভাঙতে পারে আগামীকাল সকালে। এরইমাঝে দুজনের জুটি ১৭২ রানের। তবে এরইমাঝে দ্বিতীয় ইনিংসের সাপেক্ষে সর্বোচ্চ জুটিটা গড়েই ফেলেছে তারা। ভেঙেছে চেতন চৌহান ও গাভাস্কারের ১৬৫ রানের জুটি।

সর্বশেষ সংবাদ

সিগারেটের সর্বনিম্ন দাম ৯ টাকা করার দাবি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
দেশের বাজারে আলুর দাম কম, বাড়ছে রপ্তানি
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
গাজায় তিন দিনে ২০০ শিশুর প্রাণ কাড়ল ইসরায়েল
বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫ ৫:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675