• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লেবাননে স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে ইসরায়েল

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৩:৫০

লেবাননে স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে ইসরায়েল

অনলাইন ডেস্ক : সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরিয়ে দিতে সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল। তাদের লক্ষ্য ছিল লিটানি নদীর দক্ষিণ দিক থেকে লেবানের সীমান্ত পর্যন্ত ৫০০ স্কয়ার কিলোমিটার অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়া।

তবে দখলদার সেনারা এই লক্ষ্যের ধারেকাছেও নেই বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষক এলিজাহ ম্যাগনিয়ার। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, “ইসরায়েলি সেনারা সীমান্তের কাছের খিয়াম শহরে সুবিধা করতে পারছে না। তারা পশ্চিম প্রান্ত থেকে ঢোকার চেষ্টা করছে। কারণ উপকূলের পার্শ্ববর্তী সড়ক এবং নৌবাহিনীর সঙ্গে প্রবেশের চেষ্টা করলে তারা বেশি সুরক্ষা পাবে। কিন্তু এরজন্য তাদের উঁচু জায়গাগুলো নিয়ন্ত্রণ করতে হবে এবং নিশ্চিত করতে হবে চামা-নাকুরা এবং আল-বায়েদা শহরের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত হিজবুল্লাহর কোনো প্রতিরোধী যোদ্ধা থাকবে না। কিন্তু তারা এই লক্ষ্য অর্জন করতে পারেনি।”

আরও পড়ুনঃ  গাজায় নারকীয় তাণ্ডব ইসরায়েলের, নিহত ছাড়িয়ে গেল ৩৪০

এই বিশ্লেষক আরও বলেছেন বিনতে জেবিল, মারজায়ুন এবং লাব্বুনেহর মতো শহরগুলোর বড় অংশ এখনো ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে নিতে পারেনি।

তার মতে, দখলদার ইসরায়েল এই মুহূর্তে যুদ্ধবিরতির কথা বলে আসলে সময় নেওয়ার চেস্টা করছে। আর এই সময়ের মধ্যে নিজেদের লক্ষ্য অর্জন করতে চাইছে। এক্ষেত্রে হিজবুল্লাহকে লক্ষ্য রাখতে হবে দখলদার ইসরায়েলি সেনারা যেন উঁচু স্থানে না থাকতে পারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675