• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৭:০৬

শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য

অনলাইন ডেস্ক : তেলুগু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। মাস তিনেক আগে বাগদাদ সেরেছেন তারা। এখন বিয়ের প্রস্তুতি চলছে, আগামী ৪ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে।

এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করছে। বিশেষ করে প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

আরও পড়ুনঃ  মিষ্টি হাসিতে নেটিজেনদের প্রশংসায় ফারিণ

শোভিতা ধুলিপালার জন্যই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য জানালেন, তার জীবনে শূন্যতা ভরাট করেছেন শোভিতা।

বিয়ের ঠিক আগেই হবু স্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেছেন নাগা। জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি বলেছেন, ‘শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করার অপেক্ষায় রয়েছি। ওর সঙ্গে জীবনটা উদযাপন করতে চাই।’

আরও পড়ুনঃ  ‘আমলনামা’ নিয়ে বিতর্ক, মামলার হুঁশিয়ারি: মুখ খুললেন রাফী

এরপর বলেন, ‘ওর সঙ্গে আমি নিজেকে খুব ভাল ভাবে মেলাতে পারি। ও আমাকে খুব ভালো বোঝে। আমার মধ্যে সব শূন্যতা ও পূরণ করে দিতে পারে। আমি জানি, খুব সুন্দর হবে এই নতুন অধ্যায়।’

আরও পড়ুনঃ  অ্যাওয়ার্ড শোয়ের অনুষ্ঠানে জ্যান্ত মাছ নিয়ে হাজির অভিনেত্রী

২০১৭ সালে বিয়ে করেন সামান্থা ও নাগা চৈতন্য। সামান্থার অভিব্যক্তি ও বক্তব্যে বারবার নাগার প্রতি তার প্রেম প্রকাশ্যে এসেছে কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২১-এ বিচ্ছেদের পথে হাঁটেন তারা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675