• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অতর্কিতে গোবিন্দের পায়ে গুলি, শিল্পার নিশানায় কে?

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৭:১৩

অতর্কিতে গোবিন্দের পায়ে গুলি, শিল্পার নিশানায় কে?

অনলাইন ডেস্ক : অক্টোবর মাসে নিজের বন্দুক থেকে গুলি ছুটে আহত হন গোবিন্দ। হাসপাতালে কয়েক দিন কাটানোর পর, সুস্থ হয়ে বাড়ি ফেরেন অভিনেতা। শীঘ্র কপিল শর্মার শোয়ে আসতে চলেছেন ‘হিরো নম্বর ওয়ান’। শোয়ে নিজের দুর্ঘটনা নিয়েও মুখ খুলেছেন অভিনেতা।

হাসপাতালে ভর্তি থাকাকালীন বলিউডের অনেকেই অভিনেতাকে দেখতে যান, যাঁর মধ্যে শিল্পা শেট্টি ছিলেন অন্যতম। কপিলের শোয়ের যে প্রোমো প্রকাশ্যে এসেছে, সেখানে গোবিন্দ জানান, শিল্পা নাকি প্রথমে ভেবেছিলেন, স্ত্রী তাঁকে গুলি করেছেন! দুর্ঘটনার সময়ে প্রথমে অভিনেতার কাছে তাঁর স্ত্রী সুনীতা আহুজা কোথায় ছিলেন, জানতে চান শিল্পা। গোবিন্দ তাঁকে জানান যে সুনীতা তখন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। মজার ছলে গোবিন্দ বলেন, ‘‘শিল্পা তখন জিজ্ঞাসা করেন, ‘তা হলে গুলি কে চালাল?’’

আরও পড়ুনঃ  ‘ভিতর থেকে ভেসে আসছিল সুর!’

বলিউডের অন্দরে গোবিন্দ ও তাঁর ভাগ্নে কৃষ্ণ অভিষেকের মতান্তর বহু বছর ধরে আলোচনার কেন্দ্রে। গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা ও কৃষ্ণ একাধিক বার বিতণ্ডায় জড়িয়েছেন প্রকাশ্যে। দু’জনেই একে অপরকে পারিবারিক সম্পর্ক নষ্ট করার কারিগর হিসাবে দাগিয়েছেন। তবে হাসপাতালে মামাকে দেখতে গিয়েছিলেন কৃষ্ণ। শোয়ের প্রোমোতে দেখা গিয়েছে, গোবিন্দকে জড়িয়ে ধরেছেন কৃষ্ণ। তিনি বলেন, ‘‘অনেক দিন পর আমাদের দেখা হল। আজকে আর ছাড়ছি না।’’ এই পর্বটি যে কমেডিতে পরিপূর্ণ হতে চলেছে, তা নিয়ে আশাবাদী শোয়ের দর্শকেরা।-আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675