• ঢাকা, বাংলাদেশ
  • ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কবে চার হাত এক হচ্ছে তমন্না-বিজয়ের!

প্রকাশ: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ ৭:২৬

কবে চার হাত এক হচ্ছে তমন্না-বিজয়ের!

অনলাইন ডেস্ক : বলিপাড়ায় ফের বাজতে চলেছে বিয়ের সানাই। চার হাত এক হতে চলেছে তমন্না ভাটিয়া ও বিজয় বর্মার। বলিউডে ইতিমধ্যেই ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছে এই জুটি। এ বার পরিণয়ের পালা। ২০২৫-এই নাকি বিয়ে করছেন তারকা জুটি। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। মুম্বই শহরে নাকি নতুন ঠিকানার খোঁজ করছেন তমন্না-বিজয়।

মুম্বই শহরে বিলাসবহুল আবাসন কেনার পরিকল্পনা রয়েছে এই তারকা জুটির। বিয়ের পরে এই আবাসনেই একসঙ্গে থাকবেন তাঁরা। জানিয়েছেন তারকা জুটির ঘনিষ্ঠ এক সূত্র। যদিও বিয়ে নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে রেখেছেন তমন্না ও বিজয়। তবে সম্পর্ক নিয়ে কোনও রাখ ঢাক কোনও দিনই করেননি তাঁরা। বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা যান একে অপরের হাতে হাত রেখে। ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন। তাঁদের রসায়নেও মুগ্ধ নেটপাড়া।

আরও পড়ুনঃ  গৌরী হিন্দু, শাহরুখ মুসলিম— আমারও কিন্তু তেমনই পরিবার : অপু

২০২২-এ প্রথম প্রকাশ্যে আসে তমন্না ও বিজয়ের সম্পর্কের খবর। একটি পার্টিতে বেশ ঘনিষ্ঠ ভাবে দেখা যায় দু’জনকে। প্রথম দিকে সম্পর্কের খবর প্রকাশ করতে চাননি তাঁরা। নিজেদের ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন। ২০২৩-এ জুন মাসে তমন্না প্রথম জানান, বিজয়ের সঙ্গে তিনি সুখে আছেন। কাজের ক্ষেত্রেও তাঁরা পরস্পরের পাশে থাকেন বলেও জানিয়েছিলেন। ‘লাস্ট স্টোরি ২’ ছবিতেও তমন্না ও বিজয়ের উষ্ণ রসায়ন পর্দায় ধরা পড়েছিল।

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন পরীমণি

বিজয় কিছু দিন আগে এক সক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর ছবি মুক্তির খবর থেকেও সম্পর্কের খবরে মানুষের বেশি আগ্রহ। বিজয়কে শেষ দেখা গিয়েছে ‘মার্ডার মুবারক’ ছবিতে। অন্য দিকে তমন্নার শেষ ছবি ‘স্ত্রী ২’ ও ‘বেদা’।-আনন্দবাজার

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675