স্টাফ রিপোর্টার: দেশসেরা রাজশাহী কলেজের ১৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সার্ধশত বছর পেরিয়ে ১৫১তম বর্ষে পদার্পণের এই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ শনিবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়ানো এবং প্রতিষ্ঠা দিবসের কেক কাটা।
সকাল সাড়ে ১০টায় কলেজ ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় কলেজের প্রাক্তন শিক্ষার্থী বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রফেসর রহমত আলী, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. ওলিউর রহমান প্রমুখ বক্তব্য দেন। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় কেক কাটা হবে।