• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ফের বিয়ে করছেন নাগা, প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্থার

প্রকাশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ ৩:৪৪

ফের বিয়ে করছেন নাগা, প্রাক্তনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্থার

অনলাইন ডেস্ক : বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। আগামী ৪ ডিসেম্বর বসছে বিয়ের আসর। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে দাম্পত্যে ইতি টেনে শোভিতার সঙ্গে নতুন অধ্যায় শুরু করেছিলেন নাগা। সেই প্রেমকে এবার পরিণতি দিতে প্রস্তুত দক্ষিণী অভিনেতা। বিয়ের হইচইয়ের মধ্যেই চর্চায় উঠে এসেছে সামান্থার বিস্ফোরক মন্তব্য।

সম্পর্কে থাকাকালীল, সামান্থার কথায় প্রায়ই উঠে আসত নাগার প্রসঙ্গ। প্রেমময় অভিব্যক্তিতে ভালোবাসার কথা বলতেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক টেকেনি। তাই কি প্রাক্তন স্বামীর দ্বিতীয় বিয়ের আগে সামান্থার এই মন্তব্য? প্রশ্ন উঠছে নেটমহলে।

আরও পড়ুনঃ  ওই কিরে, মধু মধু’তে মাতলেন আদনান-মেহজাবীন

কী বলেছেন সামান্থা? কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তার ওয়েব সিরিজ ‘সিটাডেল হানি বানি’। এই সিরিজ সংক্রান্ত একটি চ্যাট শোতে সামান্থার মন্তব্য নজর কেড়েছে সকল।

যেখানে উপস্থিত ছিলেন অভিনেতা বরুণ ধওয়ানও। বরুণ সামান্থাকে প্রশ্ন করেন, কোথায় অর্থ ব্যয় করে মনে হয়েছে, অপ্রয়োজনীয় জায়গায়া টাকা খরচ করেছো? এর উত্তরে সামান্থা জানান, প্রাক্তনকে দামি দামি উপহার কিনে দেওয়া অপ্রয়োজনীয় খরচ ছিল।

আরও পড়ুনঃ  ৬০ বছরে প্রেম করছেন আমির, অবিবাহিত সালমানকে খোঁচা!

নাগার বিয়ের ঠিক আগেই অভিনেত্রীর এই মন্তব্যে নেটপাড়ার বাসিন্দারা মনে করছেন, এখনও সামান্থার হৃদয়ের ক্ষত সেরে ওঠেনি। পুরোনো সম্পর্কের কথা হয়তো ভুলতে পারেননি অভিনেত্রী।

করণ জোহরকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি জানিয়েছিলেন, তার হৃদয়ে পৌঁছানোর দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুনঃ  রূপের রহস্য জানালেন পরীমণি

এদিকে দক্ষিণী রীতি মেনেই শোভিতা ও নাগা চৈতন্যের বিয়ে হচ্ছে। ৪ ডিসেম্বরের জন্য একটু একটু করে সেজে উঠছে আক্কিনেনিদের অন্নপূর্ণা স্টুডিয়ো।

হায়দরাবাদের বান্‌জারা হিল্‌সে ২২ একরজুড়ে অবস্থিত পারিবারিক এই স্টুডিয়োয় নাগা-শোভিতার বিবাহ-বাসর বসতে পারে। জানা গেছে, সকল অনুষ্ঠান পালিত হবে শোভিতাদের পরিবারের নিয়ম অনুসারে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675