• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

লোহিত সাগরে পর্যটকবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৬

প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪ ২:০৪

লোহিত সাগরে পর্যটকবাহী নৌকাডুবি, নিখোঁজ ১৬

অনলাইন ডেস্ক : মিসরের লোহিত সাগর উপকূলে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৬ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসব ভূক্তভোগী পর্যটকদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন।

এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ২৮ জনকে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মিসরীয় কর্তৃপক্ষ বলছে, লোহিত সাগরে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার পর বিদেশিসহ ১৬ জন নিখোঁজ হয়েছেন। এই ঘটনায় ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে দুজন ব্রিটিশ বলে বিবিসি জানতে পেরেছে।

আরও পড়ুনঃ  ইইউর অভিন্ন আশ্রয় নীতির দ্রুত বাস্তবায়ন চায় ইতালি

অন্যদিকে ফিনল্যান্ডও নিশ্চিত করেছে, তাদের একজন নাগরিকের খোঁজ মিলছে না। এছাড়া উত্তর আফ্রিকার এই দেশটির কর্তৃপক্ষ বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে চার মিসরীয় নাগরিকও রয়েছেন।

মিসরের রেড সি প্রদেশের গভর্নরের মতে, পর্যটকবাহী নৌকাটিতে ১৩ জন ক্রুসহ ৪৪ জন যাত্রী ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নৌকাটি থেকে বিপদ সংকেত পাঠানো হয়।

আরও পড়ুনঃ  কারাগারে অনৈতিক সম্পর্ক, নারী কর্মকর্তাকে দেওয়া হলো কারাদণ্ড

এদিকে কর্তৃপক্ষ এই ঘটনার সম্ভাব্য কোনও কারণ উল্লেখ করেনি, তবে নৌকায় থাকা লোকজনের কথা উল্লেখ করে বলা হয়েছে, একটি ঢেউ নৌকাটিকে আঘাত করে এবং এতে এটি ডুবে যায়। আবহাওয়ার পূর্বাভাসদাতারা রোববার এবং সোমবার সামুদ্রিক কার্যকলাপের বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

কর্মকর্তাদের মতে, পাঁচ দিনের ডাইভিং ভ্রমণের জন্য গত রোববার মার্সা আলমের কাছে বন্দর ছেড়েছিল সি স্টোরি নামের এই নৌযানটি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

লোহিত সাগর প্রদেশের গভর্নর মেজর জেনারেল আমর হানাফি বলেছেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের মার্সা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গেছে এবং তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।

তিনি আরও বলেছেন, মিসরীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আল ফাতেহ এবং সামরিক বিমান নিখোঁজদের শনাক্ত করার জন্য প্রচেষ্টা আরও জোরদার করছে এবং উদ্ধারকারী দলগুলো চব্বিশ ঘণ্টা কাজ করছে।

সর্বশেষ সংবাদ

সম্পদের হিসাব দিলেন নাহিদ ইসলাম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
পুলিশ কমিশনার কাপ ক্রীড়া টুর্নামেন্টের সমাপ্তি
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
বঙ্গবন্ধু সেতু ও বঙ্গবন্ধু টানেলের নাম পরিবর্তন
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১০:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675