• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

প্রকাশ: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪ ১০:১৭

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার মধ্যে স্বেচ্ছায় পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন।

জুলাই বিপ্লবের চেতনা ধারণ না করা, বিতর্কিত নিয়োগ এবং স্বৈরাচারী আচরণের অভিযোগ এনে আজ বুধবার সন্ধ্যায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, উপাচার্য দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে বিতর্কিত আওয়ামী সমর্থকদের পুনর্বাসন করেছেন। এছাড়া নিয়মবহির্ভূতভাবে রাতের অফিস আদেশে কর্মকর্তা এবং গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, ৫ নারীসহ ১০ অপহরণকারী আটক

শিক্ষার্থী রেজা শরীফ বলেন, “বিগত তিন উপাচার্যের কার্যক্রমে কোনও উন্নয়ন হয়নি, ভবিষ্যতেও আমরা বর্তমান উপাচার্যের কাছ থেকে ভালো কিছু আশা করছি না।”

নবনিযুক্ত ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্নেল আবু হেনা মোস্তফা কামালের যোগদান নিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ দেখা গেছে। মঙ্গলবার রাতে তিনি ক্যাম্পাসে যোগদানের চেষ্টা করলে শিক্ষার্থীদের বাধায় তা ব্যর্থ হয়। পরবর্তীতে বুধবারও তিনি ক্যাম্পাসে না এসে মন্ত্রণালয়ে ভার্চুয়ালভাবে যোগদানের চিঠি পাঠান।

আরও পড়ুনঃ  স্ত্রীসহ নিক্সন চৌধুরী ও খাইরুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শিক্ষার্থীরা অভিযোগ করেন, “স্বৈরাচারী দোসর কলিমুল্লাহর সহযোগী হিসেবে মোস্তফা কামালকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনও স্বৈরাচারের দোসরকে ক্যাম্পাসে ঢুকতে দেব না।”
বিশ্ববিদ্যালয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বুধবার দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. টি. এম. রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় সমাবেশ বক্তারা : জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান ১৭ বছরের বিপ্লবী ফসল

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। তবে শিক্ষার্থীদের দাবি নিয়ে উপাচার্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675