• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এখন বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন: জামায়াত নেতা হালিম

প্রকাশ: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ৯:০৬

এখন বিভক্তি নয়, দেশ গঠনে জাতীয় ঐক্য প্রয়োজন: জামায়াত নেতা হালিম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, ‘নতুন বাংলাদেশ গঠনের পথে দেশকে অস্থিতিশীল করতে নতুন নতুন ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ফলে এখন কোনো বিভক্তি নয়, দেশ গঠনে এই মুহূর্তে জাতীয় ঐক্য প্রয়োজন।’

আজ শুক্রবার রাজশাহীতে জামায়াতের সদস্য শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। নগরের একটি মিলনায়তনে জামায়াতের রাজশাহী মহানগর শাখা এ বৈঠকের আয়োজন করে। তাতে সভাপতিত্ব করেন নগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

আরও পড়ুনঃ  ২১’শের পথ ধরেই দেশের গণতান্ত্রিক স্বাধিকারের সংগ্রাম অর্জিত হয়েছে

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘দেশের স্বার্থ অক্ষুণ্ন রাখতে জামায়াত বদ্ধপরিকর। দলীয় স্বার্থের বিপরীতে সকলকে দেশের স্বার্থকেই বড় করে দেখতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।’

জামায়াতের কর্মী মানেই সমাজকর্মী উল্লেখ করে দলটির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘সুতরাং জামায়াতের কর্মীদের যার যতটুকু সামর্থ্য আছে, তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জামায়াত সব সময় জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে এসেছে। আর এ জন্যই অনেক জেল-জুলুম, মামলা-হামলা, নির্যাতন ও হত্যা করেও জামায়াতকে দমন করা যায়নি।’

আরও পড়ুনঃ  মানুষের স্বার্থ পরিপন্থি কোনো কাজে জড়িত হলে কঠোর ব্যবস্থা : যুবদল

নগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন ও সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বৈঠকে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. নিজাম উদ্দীন, নগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, অধ্যাপক শাহাদাৎ হোসাইন, অধ্যাপক আব্দুস সামাদ প্রমুখ। তা ছাড়া জামায়াতের নারী সদস্যদের নিয়ে নগরের আরেকটি মিলনায়তনে পৃথক শিক্ষা বৈঠক হয়।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675