• ঢাকা, বাংলাদেশ
  • ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীতে বিএনপির আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৪:৩৭

রাজশাহীতে বিএনপির আট নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ ৮ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। পুলিশের কাজে বাধা প্রদান, জনদুর্ভোগ সৃষ্টি এবং নাশকতার অভিযোগে শনিবার রাতে মামলাটি দায়ের করা হয়। এই মামলায় গ্রেপ্তার ৭ জনকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার আসামিরা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন, চারঘাট লক্ষ্মীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মৃধা, চারঘাট শলুয়া ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, বাঘার সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল, যুবদলের নেতা বাঘা উপজেলার হরিরামপুর এলাকার স্বপন, একই উপজেলার রামরামা গ্রামের মনির মণ্ডল এবং গোদাগাড়ী উপজেলার ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম। এই মামলায় ৭ জনকে শনিবার বিকেলে গ্রেফতার করে পুুলিশ। তবে বাঘা উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল এই মামলায় পলাতক রয়েছেন।

আরও পড়ুনঃ  রাজশাহীর বিনোদনকেন্দ্রে দর্শনার্থীদের ভিড়

বিএনপির নেতাকর্মীরা জানান, শনিবার কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে জেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সাগরপাড়া থেকে গণকপাড়া পর্যন্ত আসে। এসময় পুলিশ মিছিলে লাঠিচার্জ করে। সেখান থেকে জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ তাদের ৭ নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে রাতে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আরও পড়ুনঃ  রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

এ ব্যাপারে নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, পুলিশের কাজে বাঁধা প্রদান, জনদুর্ভোগ সৃষ্টি এবং নাশকতার অভিযোগে ৮ জন এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। এ মামলায় ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তবে বাঘার সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশ সম্ভাব্য স্থানসমূহে অভিযান শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

ঈদেও ফিলিস্তিনকে স্মরণ করছেন হামজা
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫ ১:৪৯
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675