• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার: এক নারীকে আটক

প্রকাশ: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪ ৮:১৫

বগুড়ায় নিখোঁজ শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার: এক নারীকে আটক

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় শিশু মাহাদী হাসানের (৪) বস্তাবন্দী লাশ উদ্ধারের পর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে জনগণ তহমিনা নামের এক নারীকে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল শনিবার রাতের ফ্লাইটে তহমিনার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। তার আগেই শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়। ওইদিন সকালে ওই শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।

বগুড়া শহরের নিশিন্দারা ধমকপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে মাহাদী হাসান। গত বৃহস্পতিবার বেলা ১১টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। শুক্রবার ভোরে প্রতিবেশী তহমিনার ঘরের পেছন থেকে তার বস্তাবন্দী লাশ উদ্ধার হয়। নিখোঁজ হওয়ার আগে শিশুটিকে তহমিনার সঙ্গে দেখা গেছে। এ কারণে স্থানীয় জনগণ তাঁকে আটক করে। পরে তাঁর ঘর তল্লাশি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  নগরীতে অপারেশন ডেভিল হান্টে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৪

এদিকে অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ৫ লক্ষাধিক টাকা ঋণ নিয়ে তিন মাস ধরে নিশিন্দারা ধমকপাড়ায় বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন তহমিনা। শনিবার রাতের ফ্লাইটে তহমিনা মালয়েশিয়া চলে যেতেন। তহমিনার বাবার বাড়ি শিবগঞ্জ উপজেলার জানগ্রামে। প্রথম স্বামী আনিস মণ্ডলের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বিয়ে করেন বগুড়া সদরে ঘোলাগাড়ি গ্রামের আলিফ মিয়াকে।

তহমিনার মা আক্তার বানু বলেন, কয়েক বছর আগে তহমিনা বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়। বগুড়া সদরের নামুজা এলাকার এক ব্যক্তিকে বিদেশ যাওয়ার জন্য টাকা দিলেও বিদেশ যেতে পারে না। এমনকি সেই টাকাও ফেরত পায় না। এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি দিতে না পেরে স্বামী আলিফের সঙ্গে ঢাকায় চলে যায়। সেখানে দুই বছর গার্মেন্টসে কাজ করে বগুড়ায় ফিরে আসে। আলিফ গ্রামের বাড়িতে উঠলেও তহমিনা নিশিন্দারা ধমকপাড়ায় আলিফের বোনের সহযোগিতায় সায়েদ আলীর বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। সেখানে মাঝেমধ্যে আলিফ যাতায়াত করত এবং সংসার খরচ চালাত।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় নির্মাণাধীন বাড়ির রডকাটা নিয়ে দুই পরিবারের সংঘাতে আহত ৫

আক্তার বানু আরও বলেন, আলিফের খালাতো বোন নিহত শিশু মাহাদীর মা রুবি বেগম। তাঁর এক ছেলে মালয়েশিয়া থাকে। সেই ছেলে তহমিনাকে টুরিস্ট ভিসায় সেখানে নিয়ে যাওয়ার জন্য ভিসা পাঠায়। শনিবার রাতের ফ্লাইটে তহমিনার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। শুক্রবার তিনি ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু তার আগে মাহাদীকে হত্যার অভিযোগে জনগণ আটকের পর মারধর করে তাঁকে পুলিশ দেয়। তিনি দাবি করেন, এই হত্যার সঙ্গে তহমিনা জড়িত না। তাকে ফাঁসানো হয়েছে। অন্য কেউ শিশুটিকে হত্যা করে তহমিনাকে ফাঁসিয়েছে। তহমিনা মালয়েশিয়া গিয়ে কাজ করে ঋণের কিস্তি পরিশোধ করার কথা ছিল।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা, ৫ নারীসহ ১০ অপহরণকারী আটক

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার দিনই শিশু মাহাদীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার তহমিনা কারাগারে রয়েছেন। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা দরকার। কিন্তু জনগণের মারধরে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। কিছুটা সুস্থ হলে তাঁকে রিমান্ডে নেওয়া হবে। ওসি আরও বলেন, পুলিশ বিভিন্ন কৌশলে কাজ করছে। লাশ উদ্ধারের পরদিন ভাড়া বাসার ছাদে শিশুটির স্যান্ডেল পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

বিয়ের কার্ডে ১০ প্রতিশ্রুতি, দিতে হবে ১১ হাজার গাছের চারা!
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ২:৫১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675